ভারতে খেলতে আসবেন না লিটনরা! তাও ইডেনে চলছে বাংলাদেশ ম্যাচের টিকিট বিক্রি

Bangladesh T20 world cup match ticket selling is live at Eden Gardens

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুস্তাফিজুর রহমান IPL থেকে বাদ পড়তেই চটে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওপার বাংলার অন্তর্বর্তী সরকারের নির্দেশ অনুযায়ী ভারতে বিশ্বকাপের দল পাঠাতে নারাজ BCB। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিয়ে সে কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ওপার বাংলার ক্রিকেট বোর্ড। এখন অপেক্ষা ICC র প্রত্যুত্তরের। যদিও কয়েকটি সূত্র দাবি করছে, বাংলাদেশের অনুরোধেই সিলমোহর দেবে জয় শাহের সংস্থা। এদিকে ক্রিকেটের নন্দনকানন কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) জোর কদমে চলছে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের টিকিট বিক্রি।

ইডেনে বাংলাদেশ ম্যাচের টিকিট বিক্রি বন্ধ হয়নি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি অনুযায়ী, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে 7 ফেব্রুয়ারি থেকে। প্রথম দিনই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করবে বাংলাদেশ। সেই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ইডেনে। সেই সিদ্ধান্ত অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছে ICC র তালিকায়। সেই মতোই আজ পর্যন্ত বাংলাদেশ ম্যাচের 3,000 এরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এখনও সেই প্রক্রিয়া চলমান।

অবশ্যই পড়ুন: বাংলাদেশ দল ভারতে খেলতে না আসলে কিছুই যাবে আসবে না BCCI-র!

এ প্রসঙ্গে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সচিব বাবলু কোলে খুব পরিষ্কারভাবে জানিয়েছেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধাচারণ বা আন্দোলনের প্রভাব টিকিট বিক্রিতে পড়েনি। প্রথম দুই ম্যাচের টিকিট ছাড়া এ নিয়ে আজ পর্যন্ত তিন হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে প্রথম ম্যাচের।” জানা যায়, শেষবারের মতো গত 11 ডিসেম্বর অনলাইনে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ সহ প্রথম কয়েকটি ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়। এর মধ্যে প্রথম ম্যাচ অর্থাৎ বাংলাদেশ ম্যাচের টিকিট কিনতে একেবারে হিড়িক পড়েছিল ক্রিকেটপ্রেমীদের।

অবশ্যই পড়ুন: অনলাইনে কাটতে পারবেন না অগ্রিম টিকিট! বদলে গেল রেলের নিয়ম

এদিকে, প্রবল বিতর্কের মধ্যেও ভারতে আসবো না আসবো না করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ। সবচেয়ে অবাক করা বিষয়, সেই দলের অধিনায়ক করা হয়েছে হিন্দু ক্রিকেটার লিটন দাসকে। সব মিলিয়ে, ভারত থেকে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানিয়েও এক পা দু পা করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে এগোচ্ছে বই পিছোচ্ছে না পদ্মা পাড়ের দল।

Leave a Comment