ভারতে তৈরি প্রথম Maruti Suzuki e Vitara-র সূচনা করলেন প্রধানমন্ত্রী, রপ্তানি হবে ১০০টি দেশে

Narendra Modi Inaugurates Maruti Suzuki first electric vehicle plant and e vitara

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে চালু হয়ে গেল মারুতি সুজুকির প্রথম বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ি ই ভিটারা। মঙ্গলবার, গুজরাতের হনসলপুর প্ল্যান্ট থেকে সংস্থাটির প্রথম ইলেকট্রিক ই ভিটারা মডেলটি চালু করেন প্রধানমন্ত্রী।

শুধু তাই নয়, একই দিনে হাইব্রিড ব্যাটারি ইলেক্ট্রোড উৎপাদন প্লান্টেরও উদ্বোধন করলেন তিনি। সেই সাথে, দেশের চৌকিদার জানিয়েছেন, মারুতি সুজুকির এই নতুন ইলেকট্রিক গাড়িটি ভারতে তৈরি হয়ে 100টি দেশে পৌঁছে যাবে।

100 টি দেশে পৌঁছে যাবে ভারতে তৈরি ই ভিটারা

সম্প্রতি নিজের X হ্যান্ডেলে মারুতি সুজুকি ই ভিটারা গাড়িটির সূচনার দিনটিকে ভারতের জন্য ঐতিহাসিক বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই পোস্টে তিনি লেখেন, ভারতের স্বনির্ভরতা এবং সবুজ গতিশীলতার কেন্দ্র হয়ে ওঠার দিকে আজ একটি বিশেষ দিন। হনসলপুরে আয়োজিত অনুষ্ঠানে ই ভিটারার সূচনা হবে। এই ব্যাটারি চালিত বৈদ্যুতিক গাড়িটি সম্পূর্ণরূপে ভারতীয় প্রযুক্তিতে তৈরি।

এরপরই প্রধানমন্ত্রী জানান, আগামী দিনে ভারতে তৈরি এই গাড়ি বিশ্বের 100টি দেশে রপ্তানি করা হবে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী আরও লেখেন, আমাদের ব্যাটারি ইকোসিস্টেমকে শক্তিশালী করার জন্য গুজরাতের একটি প্ল্যান্টে হাইব্রিড ব্যাটারি ইলেকট্রোড উৎপাদনে শুরু হবে শীঘ্রই। যদিও ইতিমধ্যেই প্রধানমন্ত্রী হাত ধরে এই দুই অংশেরই সূচনা হয়ে গিয়েছে।

 

অবশ্যই পড়ুন: দ্রাস নদীতে পর্যটকের গাড়ি, বাঁচাতে ছুটে গেলেন কিরেন রিজিজু! ভিডিও ভাইরাল

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা মতো খুব শীঘ্রই, মারুতি সুজুকির প্রথম বৈশ্বিক কৌশলগত ব্যাটারি চালিত বৈদ্যুতিক গাড়ি ই ভিটারা ইউরোপ এবং জাপানের মতো বাজার সহ বিশ্বের 100টি দেশে রপ্তানি করার কাজ শুরু হবে। বিশেষজ্ঞদের মতে, এই রপ্তানির মাধ্যমে ভারত সুজুকির জন্য বৈদ্যুতিক যানবাহনের বিশ্বব্যাপী উৎপাদন কেন্দ্র হয়ে উঠতে চলেছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর হাত ধরে গুজরাতে টিডিএস লিথিয়াম আয়ন ব্যাটারি প্লান্টে হাইব্রিড ব্যাটারি ইলেকট্রোড উৎপাদনও শুরু হয়ে গিয়েছে। এই প্ল্যান্টটি তোশিবা, ডেনসো এবং সুজুকির যৌথ উদ্যোগে তৈরি। রিপোর্ট অনুযায়ী, এই উদ্যোগের মাধ্যমে ব্যাটারির মোট চাহিদার 80 শতাংশেরও বেশি এখন ভারতেই তৈরি করা হবে। যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত প্রকল্পকে নতুন দিশা দেখাবে বলেই আশা করা যায়।

Leave a Comment