ভারতে প্রথম, বাঘ ও অন্যান্য বন্যপ্রাণীর প্রাণ বাঁচাতে জঙ্গলের মধ্যেই তৈরি হল রেডরোড

India’s First Tabletop Red Road markings in Madhya Pradesh Jabalpur Bhopal highway

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্যপ্রাণীর সুরক্ষার্থে বড় দৃষ্টান্ত তৈরি করল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা NHAI। দেশে প্রথমবারের মতো মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে ভোপাল পর্যন্ত মহাসড়কে বাঘ, হাতি সহ অন্যান্য বন্য প্রাণীর সুরক্ষার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, লাল দাগযুক্ত টেবিল টপ রাস্তা (India’s First Tabletop Red Road)। গোটা ভারতে এই প্রথমবারের মতো সাদা, হলুদ রঙের বদলে লাল মার্কিং যুক্ত রাস্তার সাক্ষী থাকলো মধ্যপ্রদেশ।

কেন এমন বিশেষ রাস্তা তৈরির ভাবনা?

মধ্যপ্রদেশের জব্বলপুর-ভোপাল হাইওয়ে বা মহাসড়কটি গিয়েছে নৌরাদেহি অভয়ারণ্যের বুক চিরে। আর এই অভয়ারণ্যই বিভিন্ন প্রজাতির বাঘ, হরিণ, হাতি সহ অন্যান্য বন্য প্রাণীর বিচরণ ক্ষেত্র বা আবাসস্থল। আগে প্রায়শই দ্রুত গতিতে ছুটে আসা গাড়ির ধাক্কায় মৃত্যু হতো বন্যপ্রাণীদের। এবার সেই দুর্ঘটনা আটকাতে এবং চালকদের সতর্ক করার উদ্দেশ্যেই বিশেষ এবং অভিনব পদক্ষেপ গ্রহণ করল NHAI।

বলাই বাহুল্য, মধ্যপ্রদেশের ওই হাইওয়েটির 12 কিলোমিটার দীর্ঘ অংশকে লাল রঙ দিয়ে চিহ্নিত করা হয়েছে। মনস্তাত্ত্বিকরা বলছেন, উজ্জ্বল লাল টেবিল টপ মার্কিং চালকদের মানসিকভাবে প্রভাবিত করবে এবং তাঁদের আগে থেকে সতর্ক করে দেবে। এর ফলে চালকরা গাড়ির গতি কমাতে বাধ্য হবেন।

অবশ্যই পড়ুন: ভারতের বিকৃত মানচিত্র বানিয়ে ফেসবুকে পোস্ট, একটু পরেই গুলিবিদ্ধ বাংলাদেশী ছাত্রনেতা

বন্যপ্রাণীদের নিরাপদ যাতায়াতের জন্য এর আগে রাস্তার দুই পাশ বরাবর 8 ফুট উঁচু লোহার বেড়া দেওয়া 25টি আন্ডারপাসের ব্যবস্থা থাকা সত্ত্বেও প্রায়শই গাড়ির ধাক্কায় বন্যপ্রাণীদের মৃত্যুর খবর সামনে এসেছে। মূলত সেই কারণেই আঁকাবাঁকা পাহাড়ি পথে দুর্ঘটনার ঝুঁকি কমাতে 122 কোটি টাকা খরচ করে এই বিশেষ প্রকল্প রূপায়ণ করল জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ। অনেকেরই আশা, কেন্দ্রীয় মহাসড়ক মন্ত্রণালয়ের এমন পদক্ষেপে এবার থেকে বাঘ, হাতি, অন্যান্য বন্যপ্রাণীরা নিশ্চিন্তে রাস্তা পারাপার করতে পারবেন। সবমিলিয়ে, ভারতের বুকে বন্যপ্রাণী সুরক্ষায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকলো মধ্যপ্রদেশের জব্বলপুর-ভোপাল হাইওয়ে।

Leave a Comment