ভারতে ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল নিষিদ্ধ করতে পারেন ট্রাম্প! এল সতর্কবার্তা

Donald Trump

সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বজুড়ে এখন স্মার্টফোন বলতে গেলে এন্ড্রয়েড এবং আইওএস। তবে এই দুটি অপারেটিং সিস্টেমই পুরোপুরি যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে। কিন্তু এখন আমেরিকা যদি হঠাৎ করে সিদ্ধান্ত নেয় যে, ভারত আর এই প্রযুক্তিগুলি ব্যবহার করতে পারবে না, তখন কী হবে ভেবে দেখেছেন কখনও? এমনি প্রশ্ন তুললেন ভারতের শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা।

তিনি সম্প্রতি এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছেন যে, কল্পনা করুন তো, যদি ট্রাম্প (Donald Trump) ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করে, তাহলে এক্স হ্যান্ডেল থেকে শুরু করে গুগল, ইন্সট্রাগ্রাম, ফেসবুক বা চ্যাটজিপিটি কিছুই ব্যবহার করতে পারবেন না। কি শুনে ভয় লাগছে তো? এখন ভাবুন, আমাদের প্ল্যান বি তাহলে কী হতে পারে? এই এক বাক্যেই যেন প্রযুক্তি মহলে ঝড় তুলে দিয়েছে।

ট্রাম্প কি তাহলে সত্যিই নিষেধাজ্ঞা জারি করতে পারে?

আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ভারতীয় রপ্তানিকৃত পণ্যের উপর ৫০% পর্যন্ত শুল্ক আরোপ করেছে। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি এখন নেই বললেই চলে। তাই অনেক অর্থনীতিবিদ আশঙ্কা করছে, ট্রাম্প ভারতীয়দের উপর আরও কড়া পদক্ষেপ নিতে পারে। যার মধ্যে একটি হতে পারে প্রযুক্তি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত। ফলত যদি কোনওদিন ঘুম থেকে উঠে দেখেন যে, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক ইত্যাদি কাজ করছে না, তাহলে অবাক হওয়ার কোনও জায়গা থাকবে না।

রাখতে হবে ‘প্ল্যান বি’

এদিন গোয়েঙ্কা বলেছেন, ভারতের কোটি কোটি মানুষ আমেরিকান প্রযুক্তির উপর নির্ভরশীল। যদি কোনও কারণে সেই সিস্টেম তারা বন্ধ করে দেয়, তাহলে আমাদের ডিজিটাল অর্থনীতি মুহূর্তের মধ্যেই ভেঙে পড়বে। কিন্তু বিকল্প রাস্তা অবশ্যই রাখতে হবে। গোয়েঙ্কার মন্তব্য সামনে আসতেই শিল্পপতি শ্রীধর ভেম্বু যিনি ভারতীয় প্রযুক্তি সংস্থা জোহো কর্পোরেশনের মালিক, তিনি সহমত জানিয়ে বলেছেন, আমরা শুধুমাত্র অ্যাপ নয়, বরং অপারেটিং সিস্টেম এবং চিপের ক্ষেত্রেও আমদানি নির্ভর। তাই ভারতের প্রযুক্তির জন্য ১০ বছরের জাতীয় মিশন শুরু করতে হবে।

ভারতের প্রায় সমস্ত প্রযুক্তি খাত, সে সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, ক্লাউড স্টোর থেকে শুরু করে সবই মার্কিন সংস্থার উপর নির্ভরশীল। কারণ, অ্যান্ড্রয়েড ও আইওএস বর্তমানে আমেরিকার মালিকাধীন। গুগল, মেটা, মাইক্রোসফট বিশ্বের ডিজিটাল ব্যবসাকে বড় ধরনের নিয়ন্ত্রণ করে। আর চিপসেট ও মাইক্রোপ্রসেসর তো মার্কিন বা তাইওয়ানের কোম্পানি থেকে আসে। তবে এই পরিস্থিতিতে যদি কোনও কারণে এগুলি বন্ধ হয়ে যায়, তাহলে শুধু সোশ্যাল মিডিয়া নয়, বরং ব্যাঙ্ক থেকে শুরু করে শিক্ষা, ই-কমার্স সবকিছুই বিপর্যস্তের মুখে পড়বে।

আরও পড়ুনঃ রাতারাতি নজর কাড়ছে সকলের! নীল শাড়ি পরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কে এই মহিলা?

ভেম্বুর প্রস্তাব

শ্রীধর ভেম্বু জানিয়েছেন, ভারতকে এখনই নিজস্ব অপারেটিং সিস্টেম, মাইক্রো চিপ, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার এবং ডিজিটাল সিস্টেম গড়ে তোলার জন্য কাজ করতে হবে। শুধুমাত্র অ্যাপ বানালে কোনও কাজ হবে না। আমাদের প্রযুক্তির ভিতটাও শক্তপোক্ত করতে হবে। এমনকি তিনি আরও যোগ করেছেন, ভারতের প্রযুক্তি স্বাধীনতা শুধুমাত্র অর্থনৈতিক প্রয়োজন নয়, বরং কৌশলগত নিরাপত্তারও প্রশ্ন হয়ে দাঁড়াবে। তাই এখন থেকেই প্রযুক্তির উপর বেশি জোর দিতে হবে।

Leave a Comment