বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে বিশ্বকাপ খেলতে আসছে না বাংলাদেশ দল! কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলল ওপার বাংলার ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। প্রথম আলোর প্রতিবেদনে দাবি করা হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত হয়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 17 জন বোর্ড পরিচালকের সভায়। বলাই বাহুল্য, এর আগে মুস্তাফিজুর রহমানের বাদ পড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বকাপ নিয়ে কঠোর পদক্ষেপ না নেওয়ার পক্ষে ছিল BCB। তবে শেষ পর্যন্ত গোটা বিষয়ে ওপার বাংলার অন্তর্বর্তী সরকার হস্তক্ষেপ করায় ঘুরে গেল পদ্মা পাড়ের বোর্ড।
তাহলে কি সত্যিই ভারতে খেলতে আসবে না বাংলাদেশ দল?
ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়ার পরই চটে গিয়েছে ওপারের অন্তর্বর্তীকালীন সরকার। রেগে লাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। তবে BCCI এর মতো শক্তিশালী এবং ধনী ক্রিকেট সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নেই ওপার বাংলার ক্রিকেট সংস্থার। তাই বাধ্য হয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে নালিশ জানানোর কথা ভেবেছিল ওপারের ক্রিকেট বোর্ড। একই সাথে BCB নাকি পরিচালকদের কঠোর পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দিয়েছিল। তবে শোনা যাচ্ছে, ওপার বাংলার ক্রিকেট বোর্ডের উল্টো পথে হাঁটছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
অবশ্যই পড়ুন: নতুন বছরের শুরুতেই খারাপ খবর! প্রয়াত কিংবদন্তি বাঙালি ফুটবলারের ছেলে
মহম্মদ ইউনূস সরকার চাইছে, বাংলাদেশ ক্রিকেট দল যাতে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে না পারে সেই ব্যবস্থা করতে। এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আগেই জানিয়েছিলেন, বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্বেও ভারতের লিগে খেলতে পারলেন না, সেখানে বাংলাদেশের পুরো দল ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়াটাকে নিরাপদ বলে মনে করবে কেন!” ক্রীড়া উপদেষ্টার এমন বক্তব্যের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে ভারতে খেলতে না যাওয়ার আবেদন জানাবে BCB, এমনটা শোনা যাচ্ছিল এতক্ষন। তবে প্রথম আলোর প্রতিবেদন মানলে, বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতের খেলতে আসতে না দেওয়ার সব রকম নির্দেশিকা জারি করবে ওপার বাংলার অন্তর্বর্তীকালীন সরকার এবং BCB! এখন দেখার শেষ পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ কী হয়।
অবশ্যই পড়ুন: প্রিমিয়াম জমা না দিতে পারেননি? গ্রাহকদের স্বার্থে বিশেষ ক্যাম্পেইন LIC-র
উল্লেখ্য, মুস্তাফিজুরকে নিয়ে বিতর্কের জল অনেকটা গড়ানোর পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র একেবারে স্পষ্ট করে দিয়েছিল, বিশ্বকাপ শুরু হতে আর একটা মাস বাকি। এত অল্প সময়ে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়। যে কেউ চাইলেই ইচ্ছা অনিচ্ছার ভিত্তিতে বিশ্বকাপের ম্যাচের স্থান বদল হয়ে যাবে না। এও শোনা গিয়েছিল, বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর কাছে নালিশ জানানোর আগেই ভারতীয় বোর্ডের তরফে ICC র উপর চাপ প্রয়োগ করা হতে পারে।