ভারতে লঞ্চ হল Google Pixel 10 সিরিজ, জানুন এর ফিচার্স, পারফরমেন্স ও দাম

pixel 10

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের বাজারে পা রাখল গুগলের বহু প্রতীক্ষিত Pixel 10 স্মার্টফোন সিরিজ। আর এবার একসঙ্গে চারটি নতুন মডেল নিয়ে আসছে এই সংস্থা। সেগুলি হল— Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL এবং Pixel 10 Pro Fold। উল্লেখ্য, শক্তিশালী Tensor G5 চিপসেট, উন্নতমানের ক্যামেরা, আর উন্নত মানের সফটওয়্যার দিয়ে স্মার্টফোনপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে এবার এই সিরিজ।

দাম এবং প্রি-অর্ডার

জানা যাচ্ছে, ভারতে Pixel 10 সিরিজের দাম শুরু হবে মাত্র 79,999 টাকা থেকে। আর এই ফোনটি মূলত চারটি রঙে পাওয়া যাবে। সেগুলি হল—ইন্ডিগো, ফ্রস্ট, লেমনগ্রাস ও অবসিডিয়ান। Pixel 10 Pro ফোনটির দাম রাখা হবে 1,09,999 টাকা, আর Pixel 10 Pro XL ফোনটির দাম রাখা হবে 1,24,999 টাকা। আর এই ফোনগুলি ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি করা হবে। ইতিমধ্যে গুগল স্টোরে প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে।

Pixel 10-এর স্পেসিফিকেশন

ডিসপ্লে– এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চির OLED স্ক্রীন, যার রেজোলিউশন FHD+ এবং এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz। পাশাপাশি ব্রাইটনেস 3000 নিটস পর্যন্ত।

প্রসেসর– ফোনটিতে থাকবে ইন-হাউস Tensor G5 প্রসেসর, যা 3nm প্রযুক্তি দিয়ে তৈরি। ফলে গেমিং থেকে শুরু করে হেভি ইউজ, সবকিছুর জন্য একেবারে স্মুথ পারফরম্যান্স দেবে এই ফোন।

র‌্যাম ও স্টোরেজ– এই ফোনে থাকবে সর্বচ্চ 12GB RAM এবং 256GB স্টোরেজের অপশন।

অপারেটিং সিস্টেম– ফোনটি চলবে Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভর করে, যার ৭ বছরের জন্য OS এবং সিকিউরিটি আপডেট দেওয়া থাকবে।

ক্যামেরা– এই ফোনের পিছনে থাকবে 48MP প্রাইমারি ক্যামেরা, সাথে 10.8MP টেলিফটো লেন্স এবং 13MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফির জন্য থাকবে 10.5MP ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি– এই ফোনে থাকবে 4970mAh-এর দারুণ একটি ব্যাটারি, যা 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট নেবে।

Pixel 10 Pro-এর স্পেসিফিকেশন

ডিসপ্লে– এই ফোনটিতে রয়েছে 6.3 ইঞ্চির একটি বিরাট ডিসপ্লে, যার রেজোলিউশন 12890×2856 পিক্সেল আর রিফ্রেশ রেট 120Hz। পাশাপাশি পিক ব্রাইটনেস 3000 নিটস পর্যন্ত।

প্রসেসর– এই ফোনটিতে থাকবে Tensor G5 চিপসেট এবং 16GB পর্যন্ত RAM এর সুবিধা।

ক্যামেরা– ফোনটির পিছনে থাকবে 50MP একটি মেইন সেন্সর, 48MP টেলিফটো লেন্স এবং 48MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সামনের দিকে থাকবে 42MP একটি সেলফি ক্যামেরা।

আরও পড়ুনঃ মাত্র ২ লক্ষ টাকায় ৩০,৯০৮ টাকা সুদ! ফিক্সড ডিপোজিটে সেরা রিটার্ন দিচ্ছে এই ব্যাঙ্ক

ব্যাটারি– Pixel 10 Pro মডেলটিতে থাকবে 4870mAh ব্যাটারি এবং Pixel 10 Pro XL মডেলটিতে থাকবে 5200mAh-এর একটি ব্যাটারি। চার্জিং হিসেবে 45 ওয়াটের ওয়ার্ড চার্জার এবং 25 ওয়াটের ওয়ারলেস চার্জিং-এর সুবিধা দেওয়া থাকছে

সফটওয়্যার– ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমের উপর বেস করেই চলবে, যার সাথে 7 বছরের জন্য OS এবং সিকিউরিটি আপডেট দেওয়া থাকবে।

Leave a Comment