ভারতে Apple-র বিনিয়োগে ক্ষুব্ধ ট্রাম্প? নৈশভোজে টিম কুককে ডেকে চলল জিজ্ঞাসাবাদ

Donald Trump On Tim Cook White House dinner table discussion-bkm

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) আমন্ত্রণে বৃহস্পতিবার আমেরিকার হোয়াইট হাউসে বসেছিল চাঁদের হাট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে বিশেষ নৈশভোজে উপস্থিত হয়েছিলেন টেক দুনিয়ার তাবড় তাবড় ব্যক্তিত্বরা। হোয়াইট হাউসের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, এদিন মেটা প্রধান মার্ক জাকারবার্গ থেকে শুরু করে আপেলের সিইও টিম কুক, মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস, OpenAI এর স্যাম অল্টম্যান সহ একাধিক সংস্থার প্রধানেরা উপস্থিত ছিলেন। আর সেখানেই অ্যাপেল সিইও কুককে উদ্দেশ্য করে বড় কথা বলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ভারতে অ্যাপেলের ক্রমবর্ধমান বাণিজ্য বৃদ্ধির বিষয়টিকে সামনে এনেও টিমকে প্রশ্নবাণেবিদ্ধ করেন মার্কিন শাসক!

কুককে উদ্দেশ্য করে ট্রাম্পের একগুচ্ছ প্রশ্ন

ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, গতকাল হোয়াইট হাউসের নৈশভোজে টেক দুনিয়ার জায়ান্টদের সাথে কথা বলতে বলতেই হঠাৎ অ্যাপেলের সিইও কুককে নিশানা করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, টিম তুমি আমেরিকায় কত টাকা বিনিয়োগ করতে যাচ্ছ? আমি জানি সেটা অনেক বড় অঙ্ক। তুমি আগে অন্য কোথাও ছিলে, এখন তুমি বড় পরিসরে দেশে ফিরে আসছ। কিন্তু কত টাকা বিনিয়োগ করা হবে আমেরিকায়?

প্রেসিডেন্টের তরফে এমন প্রশ্ন পেতেই কুক বলেন, 600 বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। এরপরই রাষ্ট্রপতির প্রশংসায় পঞ্চমুখ হয়ে অ্যাপলের সিইও বলেন, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই এমন একটি পরিবেশ তৈরি করার জন্য যেখানে আমরা আমেরিকায় বড় বিনিয়োগ করতে পারি। এটা শুধুমাত্র আপনার নেতৃত্বের ক্ষমতা এবং উদ্ভাবনের উপর মনোযোগের প্রতিফলন। বৃহস্পতিবার নৈশভোজের মাঝে কুককে দিয়ে Apple-র বিনিয়োগ সম্পর্কে কথা বের করে নেওয়ার পাশাপাশি পরোক্ষভাবে নানান ইঙ্গিতে ভারতে বিনিয়োগ থেকে সরে আসার কথা বুঝিয়েছিলেন ট্রাম্প।

ভারতে অ্যাপেলের বিনিয়োগ নিয়ে আপত্তি ট্রাম্পের?

একাধিক রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি টিম কুকের প্রতি অসন্তোষ প্রকাশ করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, অ্যাপেল ভারতে উৎপাদন বৃদ্ধি করুক, এমনটা চান না তিনি! ট্রাম্পের বক্তব্য ছিল, আমার বন্ধু, আমি তোমার সাথে ভাল ব্যবহার করেছি। এখন তুমি এখানে 500 বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আসছো, কিন্তু আমি শুনেছি তুমি ভারতেও উৎপাদন বাড়াচ্ছো। আমি চাইনা তুমি ভারতে অ্যাপেল সংস্থার প্রোডাক্ট উৎপাদন করো!

অবশ্যই পড়ুন: অবসর ভেঙে ফের ২২ গজে রস টেলর, তবে নিউজিল্যান্ড নয়! খেলবেন অন্য দেশের হয়ে

উল্লেখ্য, টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট বলছে, ট্রাম্পের নিষেধাজ্ঞা উড়িয়ে বিগত দিনগুলিতে ভারতে ক্রমশ বিনিয়োগ বাড়িয়েছে অ্যাপেল। রিপোর্ট অনুযায়ী, আইফোন প্রস্তুতকারক সংস্থাটি আগামী দিনে ভারতে উৎপাদন ক্ষমতা 4 কোটি ইউনিট থেকে বাড়িয়ে 6 কোটি ইউনিটে উন্নীত করার পরিকল্পনা করছে। সেজন্য নাকি এদেশে 2.5 বিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে টিমের সংস্থা।

Leave a Comment