ভারতে T20 বিশ্বকাপ বয়কট থেকে IPL ব্যান! বড় সিদ্ধান্তের পথে বাংলাদেশ

Bangladesh National Cricket Team

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত-বাংলাদেশের সম্পর্কে নয়া মোড়। বিসিসিআই এর নির্দেশে আইপিএলে মুস্তাফিজুর রহমানকে খেলতে না দেওয়ার কারণে তোলপাড় ওপার বাংলা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্ট জানাল, এই পরিস্থিতিতে ভারতে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলা বাংলাদেশের ক্রিকেটারদের (Bangladesh National Cricket Team) কাছে নিরাপদ নয়। এমনকি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার চিন্তাভাবনাও করছে প্রতিবেশী দেশ।

সরকারের নির্দেশে বিসিবির জরুরী বৈঠক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক মাধ্যমে এক পোস্টে এ বিষয়ে মুখ খুলেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, সরকারের তরফে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে বিষয়টি যাতে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়। তিনি লিখেছেন, যেখানে চুক্তিবদ্ধ হয়েও একজন বাংলাদেশের ক্রিকেটার ভারতে খেলতে পারছে না, সেখানে গোটা বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে পাঠানো কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। এই পরিস্থিতিতে জরুরী বৈঠক ডাকে বিসিবি।

আরও পড়ুন: হতে পারে সপ্তম বেতন কমিশন ঘোষণা! পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য বড় আপডেট

বাংলাদেশ সরকার মূলত চাইছে বিশ্বকাপে তাদের ম্যাচগুলি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজন করতে। অর্থাৎ, হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজন করার পক্ষপাতী বিসিবি, যেমনটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়েছিল। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসির সঙ্গে আলোচনা করার জন্য বিসিবিকে নির্দেশ দিয়েছে আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, আইসিসির কাছে গোটা বিষয়টি লিখিতভাবে জানাতে হবে। আর ম্যাচের ভেন্যু পরিবর্তনের জন্য অনুরোধ করতে হবে।

এদিকে আইসিসির ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। যেহেতু বর্তমানে আইসিসির চেয়ারম্যান জয় শাহ, আর তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে, তাই বাংলাদেশ যদি আনুষ্ঠানিকভাবে আবেদন জানায়, তাহলে আইসিসি কী সিদ্ধান্ত নেবে সে দিকেই তাকিয়ে ওপার বাংলার ক্রিকেট মহল। এমনকি শুধু বিশ্বকাপ নয়, আইপিএল সম্প্রচার নিয়েও কড়া অবস্থান নিয়েছে বাংলাদেশ। আসিফ নজরুল স্পষ্ট জানিয়েছেন, তিনি তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের সঙ্গে কথা বলেছেন, যাতে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হয়।

আরও পড়ুন: মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে সোনার দামে পতন, সস্তা হল রুপোও! আজকের রেট

জানিয়ে রাখি, বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার অভিযোগ, উগ্র সাম্প্রদায়িক চাপের কাছে নতি স্বীকার করেই কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে দল থেকে বিতাড়িত করেছে। এদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ রয়েছে। তার মধ্যে তিনটি ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে এবং একটি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। বিশ্বকাপের প্রথম দিনই ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের মাঠে নামার কথা। তাই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সেই দিক বিবেচনা করতে চাইছে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Leave a Comment