বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্টের মাঝেই দুলীপ ট্রফির সময়সূচী ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যেই আসরে জায়গা পেয়েছেন মহম্মদ শামি থেকে শুরু করে কিশোর বৈভব সূর্যবংশী সহ বহু তারকা। তবে সবচেয়ে নজর কেড়েছে এক ভারতীয় ক্রিকেটারের অন্তর্ভুক্তি। হ্যাঁ, দীর্ঘদিন জাতীয় দল থেকে দূরে রয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিশান। তবে ভারতীয় দল থেকে বিচ্ছিন্ন থেকেও ঘরোয়া ক্রিকেটে নিজের জাত চিনিয়ে গিয়েছিলেন ঈশান। এবার তাঁকেই অধিনায়ক করল পূর্বাঞ্চল দল।
দল ঘোষণা করল পূর্বাঞ্চল
ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী 28 আগস্ট থেকে শুরু হচ্ছে দুলীপ ট্রফির যাত্রা, চলবে আসন্ন 15 সেপ্টেম্বর পর্যন্ত। আর সেই টুর্নামেন্টকে সামনে রেখে এবার দল ঘোষণা করে দিল পূর্বাঞ্চল।
সেই দলে জায়গা পেয়েছেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি। এছাড়াও ধারাবাহিক পারফরমেন্সকে এগিয়ে রেখে দলে জায়গা দেওয়া হয়েছে অভিমন্যু ঈশ্বরণকেও। জায়গা পেয়েছেন বৈভব সূর্যবংশীও। তবে মূল দলে নয় বরং স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে তাঁকে।
তবে দলের কোনও প্লেয়ার চোট পেলে তাঁর বিকল্প হিসেবে একাদশে ঢুকে পড়তে পারেন তিনি। বলা বাহুল্য, দীর্ঘদিন ভারতীয় দল থেকে বিচ্ছিন্ন থাকা ক্রিকেটার ঈশানকে অধিনায়ক করেছে পূর্বাঞ্চল দল। আসলে, প্রথম শ্রেণীর ক্রিকেটে দুর্দান্ত ছন্দে থাকার কারণে ঈশানকে নেতৃত্ব দানের মতো বড় দায়িত্ব দিয়েছে পূর্বাঞ্চলের দলীয় ম্যানেজমেন্ট।
উল্লেখ্য, পূর্বাঞ্চলের দলে ভারতের তারকা ক্রিকেটারদের জায়গা হওয়ার পাশাপাশি আরেক জনপ্রিয় দল পশ্চিমাঞ্চলে নিজেদের অবস্থান পাকা করেছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার, শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়াল, শার্দুল ঠাকুরের মতো প্লেয়াররা।
অবশ্যই পড়ুন: ৩ হাজার কোটি টাকা জালিয়াতির অভিযোগ, অনিল আম্বানিকে লুক আউট নোটিস ইডির
পূর্বাঞ্চলের ঘোষিত দল
ঈশান কিশান (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ (সহ অধিনায়ক), সন্দীপ পট্টনায়ক, বিরাট সিং, ডেনিস দাস, শ্রীদাম পাল, শরণদীপ সিং, কুমার কুশাগ্র, রিয়ান পরাগ, উৎকর্ষ সিং, মনীশী, সূরজ সিন্ধু জয়সওয়াল, মুকেশ কুমার, আকাশদীপ ও মহম্মদ শামি।
স্ট্যান্ড বাইতে রয়েছেন, 14 বছরের কিশোর বৈভব সূর্যবংশী, আশীর্বাদ সোয়াইন, মুখতার হুসেন, স্বস্তিক সমল, সুদীপ কুমার ঘরামি এবং রাহুল সিং।