ভারত ছাড়া গতি নেই! ১,৫৭২,৫৪০,৩৫৭,০০০.০০ বিনিয়োগের ঘোষণা করল মাইক্রোসফট

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত ছাড়া গতি নেই! বিগত দিন গুলিতে সেটা বুঝে গিয়েছে বিশ্বের একাধিক বহু জাতিক সংস্থা। মূলত সেই কারণেই, হাজারো হুমকি এবং নিষেধাজ্ঞাকে উড়িয়ে এদেশে বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে চলেছে বিদেশি সংস্থাগুলি। এবার সেই রাস্তাতেই বড় পদক্ষেপ রাখল আমেরিকার সংস্থা মাইক্রোসফট (Microsoft Investment In India)। ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন্দ্রিক প্রযুক্তির উন্নয়নে দেড় লক্ষ কোটি টাকা বিনিয়োগ করার ঘোষণা দিয়ে দিল বিল গেটসের সংস্থাটি। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সাথে বৈঠকের পরই মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা এই বিনিয়োগের কথা ঘোষণা করেছেন।

এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগ মাইক্রোসফটের

এই মুহূর্তে বিশ্বের দ্রুততম বর্ধনশীল ডিজিটাল অর্থনীতির দেশগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে ভারত। মূলত সে কারণেই এবার ভারতে নিজেদের বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিল মাইক্রোসফট। প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পরই সংস্থাটির সিইও একেবারে খোলাখুলি জানিয়েছেন, ডিজিটাল দুনিয়ায় অর্থনীতির অন্যতম কেন্দ্র ভারত। তাই মাইক্রোসফটও এদেশে বিনিয়োগ বাড়িয়ে নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চায়। নাদেলার কথায়, “মাইক্রোসফট আগামী দিনে ভারতে দেড় লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে। আমাদের সংস্থা ভারতের বাজারকে ভবিষ্যৎ নির্ধারণী বাজার হিসেবেই দেখছে।”

আমেরিকান সংস্থার সিইওর মতে, ভারতই এখন ভবিষ্যৎ। আগামী দিনগুলিতে ডিজিটাল এবং প্রযুক্তি ক্ষেত্রে ভারতই গোটা বিশ্বকে নেতৃত্ব দিতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছে মাইক্রোসফট। আর সেই সম্ভাবনাকে সামনে রেখে এদেশে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি ভারতের সাথে ডিজিটাল এবং প্রযুক্তি ক্ষেত্রে সম্পর্ক আরও দীর্ঘমেয়াদী করতে চায় ডোনাল্ড ট্রাম্পের দেশের সংস্থা। বলাই বাহুল্য, মাইক্রোসফট ভারতে যে দেড় লক্ষ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে তা মূলত যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক অ্যাপ্লিকেশন উন্নয়ন, ডেটা সেন্টার স্থাপন এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটেশনাল অবকাঠামো তৈরিতে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বিগত দিনগুলিতে যেভাবে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা পরিষেবার মতো বিভিন্ন ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বেড়েছে, আমেরিকান সংস্থাটির এই নয়া পদক্ষেপ তাতে নতুন মাত্রা জুড়বে। রিপোর্ট অনুযায়ী, ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগের মধ্যে দিয়ে মাইক্রোসফট আগামী দিনে AI প্রযুক্তি উন্নয়ন ছাড়াও নতুন ডেটা সেন্টার তৈরির উপরেও জোর দেবে। তাতে উপকৃত হবে প্রযুক্তিভিত্তিক ছোট এবং মাঝারি শিল্পগুলি।

অবশ্যই পড়ুন: ‘বন্দে মাতরম দেশের পুজো, মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী!’ মন্তব্য আরশাদ মাদানীর

নাদেলার বক্তব্য অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের নানান প্রকল্প, নীতি, ডেটা সুরক্ষা কাঠামো থেকে শুরু করে ভারতীয় তরুণদের কর্মশক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি গ্রহণের ক্ষমতা আগামী দিনে ডিজিটাল ক্ষেত্রে প্রতিযোগিতামূলক শক্তিকে অনেকটাই বাড়িয়ে তুলবে। বলে রাখি, ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে মাইক্রোসফটের দেড় লক্ষ কোটির বিনিয়োগ গোটা এশিয়া মহাদেশে প্রথম। বিশ্লেষক মহলের দাবি, এর মধ্যে দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ক্ষেত্রে ভারতের উপর আমেরিকার সংস্থাটির ভরসা আন্তর্জাতিক ক্ষেত্রে বড় বার্তা দেবে।

Leave a Comment