বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরই বাতিল হয়ে গিয়েছে ভারত বনাম পাকিস্তানের বৃহস্পতিবারের সেমিফাইনাল ম্যাচ।
গ্রুপ পর্বের মতোই নকআউটেও পাকিস্তানের বিগত দিনগুলির আচরণের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক যুবরাজ সিং থেকে শুরু করে শিখর ধাওয়ান সহ বাকিরা। আর এরই মাঝে ভাইরাল হয়েছে পাক কিংবদন্তি শাহিদ আফ্রিদির একটি বিতর্কিত মন্তব্য! যেখানে একেবারে বিষ উগরে দিয়েছেন তিনি!
সেমিফাইনালের আশায় ছিলেন আফ্রিদি
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের গ্রুপ পর্বের ম্যাচ বাতিল হলেও সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলতেই হবে ভারতীয়দের, কার্যত এমন চিন্তা ভাবনা থেকেই সেমির মঞ্চে ইন্ডিয়া চ্যাম্পিয়নসের বিরুদ্ধে আক্রমণ শানানোর আশায় ছিলেন পাক কিংবদন্তি আফ্রিদি। তবে শেষ পর্যন্ত তেমনটা হচ্ছে না।
ভারতীয় মহারথীদের সিদ্ধান্তে, এবারও ভেস্তে গেল ভারত বনাম পাকিস্তানের ম্যাচ। আর তাতেই একপ্রকার রেগে লাল আফ্রিদি। তবে এসবের মাঝেই ম্যাচ বাতিল হতেই পাক কিংবদন্তির এক বিতর্কিত মন্তব্য ভাইরাল হয়েছে।
অবশ্যই পড়ুন: নকআউটেও বয়কট! ভারত বনাম পাক WCL সেমিফাইনালও বাতিল, সুবিধা পেল পাকিস্তান!
আফ্রিদির বিতর্কিত মন্তব্য ভাইরাল
WCL-এর এ যাত্রায় একের পর এক ম্যাচে ক্ষমতা জাহির করে সেমিফাইনালে উঠে এসেছিল পাকিস্তান দল। আশা ছিল, গ্রুপ পর্বের ম্যাচ বাতিল হলেও সেমিফাইনাল থেকে সরে দাঁড়াতে পারবে না ভারত। তবে শেষ পর্যন্ত উল্টো ঘটনা ঘটেছে! এহেন আবহে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শাহিদ আফ্রিদির একটি ভিডিও নিয়ে চলছে তুমুল কাটাছেঁড়া।
আসলে ওই ভিডিওটিতে, পাকিস্তান লেজেন্ডস দলের তারকা বলেছিলেন, পাকিস্তান সেমিফাইনালে পৌঁছে গেছে, তবে এখন ইন্ডিয়া জানে না কোন মুখে খেলবে! তবে আমাদের সাথেই খেলবে। পাকিস্তানি কিংবদন্তির এমন মন্তব্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ট্রোলের বন্যা। হঠাৎ মুখ ফসকে বিতর্কিত মন্তব্য করে বসায় আপাতত একগুচ্ছ অপমান হজম করতে হচ্ছে আফ্রিদিকে।