ভারত থেকে আরও ৮০টি আর্টিলারি গান সিস্টেম কেনার প্রস্তুতি নিচ্ছে আর্মেনিয়া

বিক্রম ব্যানার্জী, কলকাতা:আত্মনির্ভর ভারতের জয়গান বহুদূর ছড়িয়ে দিতে বিগত দিনগুলিতে প্রতিরক্ষা ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছে কেন্দ্র। দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা DRDO-র হাত ধরে তৈরি হয়েছে একাধিক মারণাস্ত্র।

তবে সম্প্রতি, খবর আসে ভারতের আর্টিলারি সক্ষমতা বৃদ্ধি করতে স্বদেশী সেনাদের হাতে তুলে দেওয়া হবে নতুন অ্যাডভান্সড টাওড আর্টিলারি গান সিস্টেম। আর সেই খবরের কিছুদিনের মধ্যেই ফের ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থাটি কিনতে আগ্রহ প্রকাশ করল পাক বন্ধু তুরস্কের জাত শত্রু আর্মেনিয়া।

ভারতের কাছ থেকে 80টি ATAGS কেনার পরিকল্পনা আর্মেনিয়ার

16 জুলাই, বুধবার প্রকাশিত ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংইয়ের রিপোর্ট অনুযায়ী, নিজেদের আর্টিলারি সক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি করতে এবার ভারতের কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেম লিমিটেডের কাছ থেকে 80টি অতিরিক্ত অ্যাডভান্সড টাওড আর্টিলারি গান সিস্টেম কেনার পরিকল্পনা করছে আর্মেনিয়া।

রিপোর্ট অনুযায়ী, 2023 সালে 12টি ইউনিট সরবরাহের পর ফের আরও 80টি ATAGS কিনার পরিকল্পনা করছে তুর্কির শত্রু দেশটি। বিশেষজ্ঞদের মতে, আর্মেনিয়ার হাত ধরে আরও 80টি ATAGS বিক্রি হয়ে গেলে দিল্লির সাথে প্রতিরক্ষা অংশীদারিত্ব অনেকটাই বৃদ্ধি পাবে। সেই সাথেই বাড়বে ঘনিষ্ঠতা।

উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নিয়েছে আর্মেনিয়া

রিপোর্ট অনুযায়ী, KSSL বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর জন্য 370টি ATAGS ইউনিট উৎপাদন করছে। আর ঠিক সেই সময়ে 80টি আর্টিলারি সিস্টেম কেনার সিদ্ধান্ত নিয়েছে আর্মেনিয়া। বিশ্লেষকদের মতে, আর্মেনিয়ার এমন সিদ্ধান্তে আদতে লাভ হবে দুপক্ষেরই। আসলে, একসাথে বেশি উৎপাদন হলে প্রতি ইউনিটে খরচটা অনেকটাই কমে আসবে।

প্রসঙ্গত, ভারত ফোর্জ ও টাটা অ্যাডভান্সড-এর সহযোগিতায় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা অর্থাৎ DRDO-র হাত ধরে 155 মিলিমিটারের এই ATAGS মূলত উচ্চ গতিশীলতা, দ্রুত স্থাপনা এবং শত্রুপক্ষের ওপর নির্ভুল আঘাতের বিষয়টি মাথায় রেখে তৈরি করা হয়েছে।

অবশ্যই পড়ুন: সিরিজ শুরুর আগেই ওয়েস্ট ইন্ডিজের সাথে মতবিরোধ চরমে PCB-র! হুমকি দিচ্ছে পাক বোর্ড?

রিপোর্ট বলছে, ভারতীয় সেনাবাহিনীর জন্য এই বিশেষ সিস্টেম তৈরির আগে 12টি ATAGS পাঠানো হয়েছিল আর্মেনিয়ায়। সেই সময় প্রাথমিকভাবে দেশটির বিভিন্ন অঞ্চলে এই সিস্টেমটির পরীক্ষা চলে। জানা যাচ্ছে, সেই পরীক্ষায় নির্ভুলভাবে নির্দিষ্ট টার্গেটে আঘাত হানতে সক্ষম হয়েছে এই অ্যাডভান্সড টাওড আর্টিলারি গান সিস্টেম। মূলত সেই কারণেই সিস্টেমটি কেনার জন্য উঠেপড়ে লেগেছে ইয়েরেভান।

Leave a Comment