বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ দড়ি টানাটানির পর অবশেষে এশিয়া কাপের মঞ্চে একে অপরের মুখ দেখতে চলেছে ভারত-পাকিস্তান। সেই মর্মে, ইতিমধ্যেই পাক দলের বিরুদ্ধে খেলার জন্য টিম ইন্ডিয়াকে ছাড়পত্র দিয়ে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক।
এশিয়া কাপের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী 14 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে গড়াবে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ। তবে তার আগে জেনে রাখা উচিত এশিয়া কাপের মঞ্চে ভারত না পাকিস্তান কে কাকে সবচেয়ে বেশি টেক্কা দিয়েছে সে বিষয়ে। রইল দুই দলের হেড টু হেড পরিসংখ্যান।
এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান হেড টু হেড পরিসংখ্যান
এশিয়া কাপের মঞ্চে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে বহুবার। পুরনো কাসুন্দি ঘেঁটে জানা গেল, এশিয়ার ঐতিহ্যবাহী টুর্নামেন্টটিতে এখনও পর্যন্ত মোট 18 ম্যাচে একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে ভারত এবং পাকিস্তান। আর সেই দীর্ঘ যাত্রায়, মোট 10 বার জিতেছে ভারত। অন্যদিকে পাকিস্তান জিতেছে মাত্র 6 বার। বাকি দুটি ম্যাচের কোনও ফলাফল ঘোষণা হয়নি।
আরও বিস্তারিতভাবে বলতে গেলে, এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে মোট 15 বার মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেই যাত্রায় 8 বার জয় পেয়েছে ভারত, পাকিস্তান জিতেছে 5টি ম্যাচ। বাকি দুটির ফলাফল অমীমাংসিত ছিল। এদিকে টি-টোয়েন্টি সংস্করণে এশিয়া কাপের মঞ্চে মোট 3 ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ভারত জিতেছে 2টি ম্যাচ এবং পাকিস্তানের পকেটে গিয়েছে একটি। এর অর্থ, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের শক্তি অধিক হলেও একেবারে পিছিয়ে নেই পাক দলও।
অবশ্যই পড়ুন: এশিয়া কাপের দল থেকে বাদ! এবার গম্ভীরকে নিয়ে বড় কথা বলে দিলেন টিম ইন্ডিয়ার এই তারকা
উল্লেখ্য, চলতি বছর এশিয়া কাপে অংশ নিচ্ছে মোট 8টি দল। ভারত, পাকিস্তান ছাড়াও এই আসরে পা বাড়াবে আফগানিস্তান, বাংলাদেশ, ওমান, হংকং, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহী। বলে রাখা ভাল, এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ রয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। আগামী 10 সেপ্টেম্বরের এই ম্যাচের দিকেও চোখ থাকবে সমর্থকদের। অন্যদিকে এশিয়া কাপে পাকিস্তানের প্রথম ম্যাচ আগামী 12 সেপ্টেম্বর, ওভারের বিরুদ্ধে।