ভারত বনাম অস্ট্রেলিয়া T20 সিরিজের মাঝেই অনুশীলনের সময় অজি ক্রিকেটারের মৃত্যু

Australian Cricketer Death during practice bad news for cricket fans

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারতীয় দল। যদিও বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে প্রথম ম্যাচ। এরই মাঝে অস্ট্রেলিয়া থেকে উঠে আসছে এক মর্মান্তিক খবর। শোনা যাচ্ছে, মেলবোর্নে অনুশীলনের সময় মৃত্যু হয়েছে এক 17 বছর বয়সী অজি ক্রিকেটারের (Australian Cricketer Death)। যে ঘটনা একবারে নাড়িয়ে দিয়েছে গোটা ক্রিকেটবিশ্বকে। কিন্তু কীভাবে মারা গেলেন তিনি?

১৭ বছর বয়সী ক্রিকেটারের মৃত্যুর কারণ

বিবিসির রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার দুপুরে অস্ট্রেলিয়ার ভ্যালি টিউ রিজার্ভে অনুশীলন করছিলেন বেন অস্টিন নামক এক তরুণ ক্রিকেটার। রিপোর্ট অনুযায়ী, অন্যান্য ব্যাটসম্যানদের মতোই মাথায় হেলমেট, পায়ে প্যাড সহ যাবতীয় সরঞ্জাম গায়ে চাপিয়ে একটি বোলিং মেশিনের সামনে ব্যাটিং প্র্যাকটিস করছিলেন তিনি। এমতাবস্থায়, বোলিং মেশিন থেকে বেরিয়ে আসা দ্রুত গতির একটি বল সজোরে আঘাত করে তাঁর মাথায় এবং ঘাড়ে। গুরুতর আহত হন ওই ক্রিকেটার।

সূত্রের খবর, অনুশীলনের মাঝে আচমকা চোট পাওয়ার পরই বেনকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে বেশ কিছুক্ষণ থাকার পরও শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় ওই অস্ট্রেলিয়ান তরুণের। বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে বেনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফার্নট্রি গুলি ক্রিকেট ক্লাব। সমাজ মাধ্যমের পাতায় ওই তরুণ ক্রিকেটারের মৃত্যুর খবর জানিয়ে ক্লাবটি লেখে, ‘বেনের মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর অভাব বোধ করবে আমাদের গোটা ক্রিকেট পরিবার।’

অবশ্যই পড়ুন: ‘দাউদ বম্ব ব্লাস্ট, দেশ বিরোধী কাজ করেনি ও জঙ্গি নয়!’ মমতা কুলকার্নি

বেনের ক্রিকেট জীবন

একাধিক রিপোর্ট অনুযায়ী, সদ্য প্রয়াত তরুণ অস্ট্রেলিয়ান ক্রিকেটার বেন খেলেছিলেন মালগ্রেভ এবং এলডন পার্ক ক্রিকেট ক্লাবের হয়ে। তাছাড়াও কিছু বছরের ক্রিকেট জীবনের মাঝেই অস্ট্রেলিয়ার এই তরুণ ওয়েভারলি পার্ক হকসের হয়ে ফুটবলেও অংশ নিয়েছিলেন। এহেন একজন খেলোয়াড়ের চলে যাওয়াটা সত্যিই যে অপূরণীয় ক্ষতি তা মেনে নিচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রীড়া মহল। ইতিমধ্যেই বেনের মৃত্যুতে ফার্নট্রি গুলি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি আর্নি ওয়ালটার্স জানিয়েছেন, ‘আমাদের বেন শুধুমাত্র একজন প্রতিভাবান খেলোয়াড় বা ক্রিকেটারই ছিলেন না, তিনি ছিলেন সকলের প্রিয় পাত্র।’ এদিকে, অনুশীলন চলাকালীন তরুণ ক্রিকেটারের অকাল মৃত্যুতে মৃতের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন ভিক্টোরিয়ার শিক্ষা মন্ত্রী বেন ক্যারোল।

Leave a Comment