বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম টেস্টে পরাজয়ের পর ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নিজেদের সর্বশক্তি দিয়ে জয় তুলেছে ভারতীয় দল। এখন অপেক্ষা 10 জুলাই, লর্ডস টেস্টের। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে দুই দলই যেহেতু চলতি টেস্ট সিরিজে 1-1 সমতায় রয়েছে, তাই আসন্ন এই টেস্ট ম্যাচটি দু পক্ষের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ। এমতাবস্থায় শোনা যাচ্ছে খুশির খবর।
সূত্র বলছে, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের তৃতীয় টেস্টে লর্ডসে উপস্থিত থাকতে পারেন বিরাট কোহলি। হ্যাঁ, শেষবারের মতো গতকাল অর্থাৎ সোমবার উইম্বলডনে দেখতে পাওয়া গিয়েছিল তাঁকে। সঙ্গে ছিলেন শ্রী অনুষ্কা শর্মাও। সূত্রের দাবি, দলের ছেলেদের লড়াই দেখতে লর্ডসে উপস্থিত হবেন বিরাট। কারণ অবশ্য একটা দুটো নয় একেবারে চার চারটি। হ্যাঁ, মূলত 4 কারণেই লর্ডসে দেখা মিলতে পারে ভারতীয় মহাতারকার।
এই 4 কারণে লর্ডস টেস্টে দেখা মিলতে পারে বিরাটের
বিরাটকে আমন্ত্রণ জানিয়েছে ECB
ভারত বনাম ইংল্যান্ডের বার্মিংহাম টেস্টের পরই শোনা যায়, ভারতীয় মহা তারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই ইংল্যান্ডে রয়েছেন। মূলত সেই খবর জানতে পেরেই দুই ভারতীয় স্টারকে লর্ডসে টেস্ট ম্যাচ দেখার আমন্ত্রণ জানায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ওয়াকিবহাল মহল বলছে, বিরাট যদি সেই আমন্ত্রণ রক্ষা করেন তবে তাঁকে লর্ডসে দেখা যেতে পারে।
তৃতীয় টেস্টটি বিশেষ
প্রথমেই বলে রাখি, চলতি টেস্ট সিরিজের প্রথমটিতে একেবারে জিততে জিততে হেরেছে ভারত। তাই পরাজয় যন্ত্রনা কাটিয়ে উঠতে দ্বিতীয় টেস্টে একেবারে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল টিম ইন্ডিয়া। সেই মতোই ফল হয়েছে। ইংলিশদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জিতে সিরিজে সমতা এনেছে ভারত। বর্তমানে 1-1 সমতায় রয়েছে ভারত ও ইংল্যান্ডের টেস্ট সিরিজ।
বিশেষজ্ঞদের মতে, প্রথম দুই ম্যাচে দুইদলের জয়ের পর এবার তৃতীয় টেস্টে দু পক্ষই নিজেদের সাফল্যের জন্য ঝাঁপাবে। এক কথায় লর্ডস টেস্ট যথেষ্ট আকর্ষণীয় হতে চলেছে। আর সেই কারণেই হয়তো এদিন স্টেডিয়ামে দেখা মিলতে পারে কোহলির।
শেষবারের মতো উইম্বলডনে দেখা যায় কোহলিকে
দীর্ঘদিন পর বিরাট কোহলি তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে গতকাল উইম্বলডনে পৌঁছেছিলেন। একেবার দর্শকদের মাঝে বসে নোভাক জকোভিচ বনাম অ্যালেক্স ডি মিনাউরের খেলা দেখেছিলেন কোহলি। সেই থেকে অনেকেই আশা করছেন হয়তো ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্টে উপস্থিত থাকতে পারেন বিরাট।
বিরাটের সোশ্যাল পোস্ট
টেস্ট থেকে অবসর নিয়েছেন ঠিকই, তবে ইংল্যান্ডের বিরুদ্ধে শুভমনদের লড়াইয়ে একেবারে কড়া নজর রেখেছেন কোহলি। সম্প্রতি বার্মিংহাম টেস্ট ম্যাচের পর শুভমন গিলের পারফরমেন্স নিয়ে একটি স্টোরি পোস্ট করেছিলেন বিরাট। আর এর পর থেকেই কোহলি ভক্তদের মধ্যে অনেকেই বলতে শুরু করেছেন, বিরাট ভাই ভারত বনাম ইংল্যান্ড টেস্ট নিয়ে যথেষ্ট চিন্তিত। তাই দুজনের তৃতীয় টেস্টে তিনি উপস্থিত থাকবেনই।
অবশ্যই পড়ুন: ৫০ হাজার কর্মসংস্থান! নর্থইস্টের জলপথ উন্নয়নে ৫০০০ কোটি বিনিয়োগ
উল্লেখ্য, কোহলি ভক্তদের অনেকেরই দাবি, বিরাট যেহেতু বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন, তাই জাতীয় দলের ম্যাচ দেখার আমন্ত্রণ পাওয়ার পর তিনি হয়তো সেই সুযোগ হাতছাড়া করবেন না। কাজেই শেষ পর্যন্ত লর্ডসে ভারতীয় মহা তারকার পায়ের ধুলো পড়ে কিনা এখন সেটাই দেখার।