বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহম্মদ ইউনূসের শাসন ব্যবস্থায় ভারতের সাথে ক্রমাগত সম্পর্ক খারাপ হয়েছে বাংলাদেশের। ঠিক বিপরীত দিকে পাকিস্তানের আরও কাছাকাছি ঘেঁষেছে প্রতিবেশী। অনেকেই মনে করেন, ইউনূস সরকারের সহায়তায় ওপার বাংলায় বর্তমানে কর্তৃত্ব ফলায় পাকিস্তানিরা। সব মিলিয়ে, দু’দেশের মধ্যে ভাতৃত্বমূলক সম্পর্ক জোরদার হয়েছে। আর সেই সম্পর্কের সূত্র ধরেই ভারতকে হুমকি দিয়ে বসলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের নেতা কামরান সাঈদ উসমানী (Pak Leader On India)। তাঁর কথায়, “ভারত যদি বাংলাদেশে হামলা চালায় তবে পূর্ণশক্তি দিয়ে ঢাকার পাশে দাঁড়াবে ইসলামাবাদ।”
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে হুমকি পাকিস্তানি কামরানের
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন পাকিস্তানি কামরান সাঈদ উসমানী। যেই ভিডিওটিতে মুসলিম লিগ নওয়াজের নেতার ঠিক পেছনেই রয়েছে পাকিস্তান এবং বাংলাদেশের পতাকা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তিনি হুংকার দিয়ে বলেছেন, “আজ আমি রাজনীতিবিদ হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে কথা বলতে এসেছি। যে বাংলাদেশের মাটি, দেশটির বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা জানায়। 2021 সালে আমি জোরালো প্রচার শুরু করেছিলাম। কিন্তু তখন আমার পাশে কেউ দাঁড়ায়নি। আজ আলহামদুলিল্লাহ বাংলাদেশ এবং পাকিস্তান আজ একসাথে পাশাপাশি দাঁড়িয়ে।”
এদিন ওই পাকিস্তানি আরও বলেন, “আজ আমি কোনও রাজনৈতিক বক্তব্য রাখবো না। আমি কথা বলব উসমান হাদি সম্পর্কে। যিনি বলতেন বাংলাদেশকে কোনও দেশের উপনিবেশে পরিণত হতে দেওয়া যাবে না। বাংলাদেশের ভেতরে আমি কারো নিয়ন্ত্রণ বরদাস্ত করবো না। আমি বাংলাদেশকে কারো দাস হতে দেব না।”
অবশ্যই পড়ুন: বাংলা, অসম থেকে চলবে ৯টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস, কোন কোন রুটে ছুটবে দেখুন
কামরান বলেন, “ওসমান হাদী শহীদ হয়েছেন ঠিকই, কিন্তু তার চিন্তা ভাবনাকে শহীদ করা যায়নি। আজ বাংলাদেশের মানুষ ভারতীয় আজাদীকে প্রত্যাখ্যান করেছে। আমি আমার বাংলাদেশি ভাই বোনেদের বলতে চাই, আমরা আপনাদের সাথে আছি। যদি কোনও দেশ বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে অথবা বাংলাদেশের আত্মমর্যাদার উপর আমলা চালানোর চেষ্টা করে, তাহলে পাকিস্তানের জনগণ আপনাদের পাশে দাঁড়াবে। আমি সতর্ক করে দিচ্ছি, পাকিস্তানের জনগণ, পাকিস্তানি সেনাবাহিনী আপনাদের পাশে আছে। যদি কেউ বাংলাদেশের উপর একটুও আঘাত হানার কথা ভাবেন মনে রাখবেন, আমাদের ক্ষেপণাস্ত্র আপনাদের থেকে খুব একটা বেশি দূরে নয়।” এদিন বক্তব্যের মধ্যে দিয়ে পরোক্ষভাবেই ভারতকে হুঁশিয়ার দিলেন পাকিস্তানি নেতা।
View this post on Instagram