বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। আর তার আগেই কোটা সংরক্ষণ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ শরিফ ওসমান হাদি খুনের ঘটনায় কার্যত উত্তাল বাংলাদেশ। ফের সক্রিয় হয়ে উঠেছেন ওপারের কট্টরপন্থী আন্দোলনকারীরা। মহম্মদ ইউনূসের দেশের প্রায় সব প্রান্তেই উঠছে ভারতবিরোধী স্লোগান। ঢাকার রাজপথ থেকে প্রত্যন্ত গ্রামে একেবারে নদীর স্রোতের মতো ছড়িয়ে পড়ছে ভারত বিরোধী আন্দোলন। ছাত্র নেতার মৃত্যুতে সমস্ত ক্ষোভ যেন ভারতের উপরেই উগরে দিচ্ছেন ওপারের মানুষজন। আর ঠিক সেই আবহে এবার প্রশ্ন উঠছে, তাহলে কি 9 কোটি 20 লাখ দিয়ে কেনা বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেবে KKR (Kolkata Knight Riders)?
মুস্তাফিজুরকে ছেড়ে দেবে কলকাতা নাইট রাইডার্স?
গত 16 ডিসেম্বর, মিনি নিলাম চলাকালীন আচমকা সকলকে চমকে দিয়ে 9 কোটি 20 লাখ টাকার বিনিময়ে বাংলাদেশের তারকা পেসার ওরফে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে কিনে নেয় শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। এর আগে অবশ্য শ্রীলঙ্কার দাপুটে বোলার মাথিশা পাথিরানাকে কিনেছিল শহরের এই দল। তবে ভারত এবং বাংলাদেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার মাঝে ওপার বাংলার তারকা পেসারকে KKR র তরফে কিনে নেওয়ার বিষয়টি বিতর্কের জন্ম দিয়েছিল।
নাইট ভক্তদের অনেকেই দাবি করেছিলেন, যে দেশটা ভারতকে শত্রু মনে করে। বিগত দিনগুলিতে যেই বাংলাদেশের মানুষজন শুধু ভারত বিরোধী বক্তব্য রেখে এসেছেন, সেই দেশের প্লেয়ার মুস্তাফিজুরকে দলে নেওয়াটা একেবারেই ঠিক হয়নি কলকাতা নাইট রাইডার্সের। কয়েকজন নেট নাগরিকের দাবি, পাকিস্তানের প্লেয়ারদের মতোই বাংলাদেশের খেলোয়াড়দেরও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বয়কট করা উচিত। মূলত এমন দাবিতেই কলকাতায় আসা মুস্তাফিজুরকে বয়কটের ডাক দেন অনেকে। যদিও সেসব নিয়ে মুখ খোলেনি KKR ম্যানেজমেন্ট। তবে এই মুহূর্তে ওপার বাংলার অবস্থা যা, দিকে দিকে যেভাবে ভারতবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ছে তাতে শেষ পর্যন্ত মোস্তাফিজুর ভারতে এসে IPL খেলতে পারবেন কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
অবশ্যই পড়ুন: বদলে যাচ্ছে KKR-র মালিক! বিক্রি হয়ে যাবে শাহরুখের দল?
সবচেয়ে বড় কথা, হাদির মৃত্যু ঘিরে যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বেড়েছে, ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনারের উদ্দেশ্যে রাজশাহীতে যেভাবে মিছিল প্রদর্শন করছেন ওপার বাংলার কট্টরপন্থীরা তাতে শেষ পর্যন্ত ভারত সরকার যদি বাংলাদেশ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ওপার বাংলার মুস্তাফিজুরের খেলা হবে কিনা তার উত্তর নেই কারও কাছেই। আর সে কারণেই এখন প্রশ্ন উঠছে তাহলে কি শেষ পর্যন্ত 9 কোটি 20 লাখের মুস্তাফিজুরকে ছেড়ে দেবে KKR? এ নিয়ে নাইট ম্যানেজমেন্টের তরফে কিছু জানানো না হলেও বেশ কয়েকটি সূত্র বলছে, শেষ পর্যন্ত পরিস্থিতি কঠিন হলে তাঁকে ছেড়ে দেওয়া ছাড়া দ্বিতীয় বিকল্প থাকবে না কলকাতার!