ভারত সফরে আসবেন পুতিন, হবে মোদীর সঙ্গে বৈঠক, সঙ্কেত অজিত দোভালের

Putin India Visit

সৌভিক মুখার্জী, কলকাতা: যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে টানাপোড়নের আবহে ভারতের কৌশল এবার স্পষ্ট। আমেরিকার চাপ উপেক্ষা করতেই এবার রাশিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছে ভারত। আর এই আবহে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের (Putin India Visit) সম্ভাবনার কথা সামনে এনেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

আসতে পারেন পুতিন, হতে পারে মোদির সঙ্গে বৈঠক

সম্প্রতি রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এই বছরের শেষের দিকেই ভারতে আসতে পারে প্রেসিডেন্ট পুতিন। যদিও আগে বলা হয়েছিল যে, জুলাই মাসের শেষের দিকে পুতিন ভারতে আসবে পরে। তবে পরে তা সংশোধন করে বলা হয় যে, ডিসেম্বরের মধ্যেই তার ভারত সফর হতে পারে। উল্লেখ্য, ভারত বা রাশিয়ার পক্ষ থেকে এখনো পর্যন্ত এই সফর নিয়ে সরাসরি ভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে ডোভালের বক্তব্যে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে।

উল্লেখ্য, এই মুহূর্তে মস্কোতে রয়েছেন অজিত ডোভাল। রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টসহ শীর্ষ আধিকারিকদের সঙ্গে তার বৈঠক রয়েছে বলে খবর। এমনকি সম্ভাবনা রয়েছে, স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও তিনি যোগাযোগ করবেন।

উল্লেখ্য, ডোভালের এই সফর ঠিক এমন সময় হচ্ছে, যখন আমেরিকা ভারতের উপর অতিরিক্ত 50% আমদানি শুল্ক চাপিয়ে দেওয়ায় বিপাকের মধ্যে পড়েছে ভারত। পাশাপাশি রাশিয়ার সঙ্গে ভারত বাণিজ্য ও প্রতিরক্ষা সম্পর্কও জোরদার করতে চাইছে।

আরও পড়ুনঃ ট্রাম্পের শুল্কবোমায় বন্ধ কোটি কোটি টাকার ডিম রফতানি, ভারতের সাথে ক্ষতি আমেরিকারও

ভারতের অবস্থানও স্পষ্ট

অজিত ডোভাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাশিয়া ভারতের বিশ্বস্ত সহযোগী এবং সেই সম্পর্ক ভাঙ্গা মোটেও সহজ নয়। তিনি বলেছেন, ভারত কোনো তৃতীয় দেশের চাপে তার সম্পর্কে বাণিজ্য নীতির পরিবর্তন করবে না। এখন শুধু দেখার কবে পুতিন ভারত সফরে আসে এবং সেই সফরে কী সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Comment