ভারী থেকে মাঝারি বৃষ্টি, রবিতেও কাটবে না দুর্যোগ! ফের বাড়বে জলস্তর, আগামীকালের আবহাওয়া

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: দুর্যোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। খানিক সময়ের জন্য বৃষ্টি কমলেও ফের ঘন অন্ধকার করে নেমে আসছে তুমুল বৃষ্টির, তার সঙ্গে ঝোড়ো হাওয়া। এদিকে গরম যেন বিন্দুমাত্র কমার নাম নেই, উল্টে বেড়েই চলেছে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া। এই আবহে হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ১৪ আগস্ট পর্যন্ত কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, এইমুহুর্তে মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের ওপরে হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। তার উপর উত্তর বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আর তার জেরে আগামী সপ্তাহ অবধি উত্তর থেকে দক্ষিনে জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে সতর্কতাও। জলস্তর বাড়তে পারে তিস্তা–সহ উত্তরবঙ্গের অন্যান্য নদীগুলির। আবার জলমগ্ন হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ জেলার কিছু অংশে। এছাড়াও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: ভাড়া ২০ টাকা! দুর্গাপুরে শুরু ইলেক্ট্রিক বাস পরিষেবা, কোন কোন রুটে চলবে জানুন

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ রবিবার, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, আগামী ১৪ আগস্ট পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের কোথাও কোথাও ভারী বৃষ্টি হলেও হতে পারে।

Leave a Comment