বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটানা ভারী বৃষ্টির কারণে বিপদ সীমা ছাড়িয়েছে যমুনার জল। যার জেরে, উত্তরপ্রদেশের আগ্রার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। জাগরণের রিপোর্ট অনুযায়ী, গতকাল সন্ধ্যায় যমুনা নদীর জলস্তর 497.6 ফুট উচ্চতায় উঠে আসে। বিশেষজ্ঞরা বলছেন, এই জল যদি আর দেড় ফুট বৃদ্ধি পায়, সে ক্ষেত্রে সেটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য তাজমহলের প্রাচীর স্পর্শ করে ফেলবে।
তাজমহলের কাছে পৌঁছে গিয়েছে যমুনার জল!
রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার যমুনার জল বিপদ সীমা ছাড়িয়ে যাওয়ায় আগ্রার তাজগঞ্জের মোক্ষধামে দেহ দাহ করতে আসা সাধারণ মানুষকে প্রবল সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এদিন যমুনার জলে কার্যত ডুবে যাওয়ার উপক্রম হয় শ্মশান ঘাটের স্মৃতিস্তম্ভগুলির। এতমদ্দৌলায় যমুনার তীরে অবস্থিত কক্ষগুলিতে নদীর জলস্তর প্রায় আড়াই ফুটে পৌছে যায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছে, ওই ঘরের দরজাগুলি প্রায় অর্ধেক জলে। দক্ষিণ-পূর্ব স্তম্ভের ধার দিয়ে জল মেহতাব বাগে প্রবেশ করেছে। শুধু তাই নয়, তাজমহলের পাশে দশেরা ঘাটের উপর দিয়ে যমুনার জল বয়ে যেতেও দেখা গিয়েছে। এছাড়াও তাজমহল সংলগ্ন বাগানে যমুনার জল পৌঁছে গিয়েছে (Floodwaters Reach Taj Mahal Garden) বলেই দাবি করছে জাগরণের প্রতিবেদন। বিশেষজ্ঞ মহলের মতে, জলস্তর আর কিছুটা বাড়লেই তা তাজমহল স্পর্শ করে ফেলবে।
অবশ্যই পড়ুন: দুবাইতে কাজে গিয়ে মিলল যখের ধন! ৩৫ কোটির লটারি পেয়ে ভারতে ফিরছেন সন্দীপ
উল্লেখ্য, ভারী বৃষ্টির কারণে জল যন্ত্রণার ছবি ধরা পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। সম্প্রতি একটানা মুষলধারে বৃষ্টির কারণে যমুনার জল বিপদ সীমা ছাড়িয়ে দিল্লির মায়ূর বিহার ফেজ-1 সহ নিম্নাঞ্চলের ত্রাণ শিবিরগুলিকে ভাসিয়ে নিয়ে গিয়েছে। প্লাবিত হয়েছে পার্শ্ববর্তী একাধিক অঞ্চল। সরকারি সূত্র জানাচ্ছে, বৃহস্পতিবার সকালে দিল্লির ওল্ড রেলওয়ে ব্রিজ সংলগ্ন যমুনা নদীর জল স্তর প্রায় 208 মিটার ছুঁয়ে যায়। আর তাতেই জলমগ্ন হয়ে পড়ে দিল্লির সিভিল লাইন্স এলাকাও বেলা রোড লাগোয়া একাধিক জায়গা। কার্যত তলিয়ে যায় রাস্তাঘাট। মূলত যমুনা নদীর তীরবর্তী অঞ্চলগুলির পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয়ে উঠেছে।