ভালো মাইলেজ, নজরকাড়া ফিচার! মাত্র ১,১৭,২১৮ টাকায় লঞ্চ হল Yamaha FZ-RAVE

Yamaha FZ-RAVE

সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকের জগতে Yamaha মানেই যেন বিশ্বস্ত নাম। আর এবার সেই জনপ্রিয় সিরিজের নতুন সংযোজন হল Yamaha FZ-RAVE। শহরের বাইকপ্রেমীদের জন্য এই নতুন মডেলটি এবার মাত্র 1,17,218 টাকায় বাজারে লঞ্চ হল। সবথেকে বড় ব্যাপার, স্মার্ট, হালকা আর আধুনিক ডিজাইনে ভরপুর এই বাইকটি। বিস্তারিত জানতে চোখ রাখুন প্রতিবেদনটির উপর।

নজরকাড়া স্টাইল ও ডিজাইন

বাইকটি এক কথায় ডিজাইনের দিক থেকে বলতে গেলে Sharp and Stylish। সামনের দিকে রয়েছে একটি এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, যার সঙ্গে পজিশন লাইট যুক্ত করা আছে। আর বাইকের স্কাল্পটেড ফুয়েল ট্যাঙ্কের দু’পাশে ভেন্ট কাটা রয়েছে, যা একে আরও স্পোটি লুক দিচ্ছে। অন্যদিকে পিছনে রয়েছে কম্প্যাক্ট এক্সহস্ট, আর এক টুকরো সিঙ্গল সিট ও টেইল ল্যাম্প, যা বাইকটিকে আরবান লুক দিয়েছে

ইঞ্জিন ও পারফরমেন্স

বলাই বাহুল্য, এই বাইকে ব্যবহার করা হচ্ছে Yamaha-র 149cc এয়ার-কুলড ইঞ্জিন, যা থেকে 12.2bhp পাওয়ার উৎপন্ন হয়। সাথে রয়েছে 5-স্পিড গিয়ার বক্স। এমনকি ইঞ্জিনের টিউনিংটি এমনভাবে করা হয়েছে, যাতে শহরের mট্রাফিকেও বাইকটি ভালোভাবে চলতে পারে। Yamah-র তরফ থেকে জানানো হয়েছে, Yamaha FZ-RAVE এর পারফরমেন্সে মূলত স্মুথ পুলিং এবং ব্যালান্সড রাইডের উপরেই ফোকাস করা হয়েছে।

অন্যদিকে 136 কেজি কার্ব ওয়েট ও 17 ইঞ্চির অ্যালয় হুইলস বাইকটিকে আরও অসাধারণ ব্যালেন্স দিচ্ছে। ফলে ট্রাফিক বা শহরের রাস্তায় দ্রুত দিক পরিবর্তনেও আরও স্থিতিশীলতা আসবে। বলাবাহুল্য, এই বাইকটিতে 13 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক থাকছে, যা শুধুমাত্র শহরের জন্য নয়, বরং ছোট ট্রিপে নির্ভরযোগ্য সঙ্গী হতে পারে।

আরও পড়ুনঃ শিশু দিবসে এভাবে জানান শুভেচ্ছা, খুশিতে আত্মহারা হবে খুদেরা! রইল ৫০টি বার্তা

সুরক্ষা এবং প্রযুক্তি

এই বাইকটিতে রয়েছে ফ্রন্ট এবং রিয়ার ডিস্ক ব্রেক, যার সঙ্গে সিঙ্গেল চ্যানেল ABS যুক্ত করা হয়েছে। ফলে হঠাৎ ব্রেক কষলেও বাইক নিয়ন্ত্রণে থাকবে। আর ড্যাশবোর্ডে রয়েছে ক্লাসিক স্টাইলের ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাসটার। এমনকি Yamaha এই বাইকটি দুটি রংয়ে বাজারে এনেছে। আর সেগুলি হল Matte Titan এবং Metallic Black। তাই বাজেটের মধ্যে যারা স্পোর্টি লুক দেওয়া কোনও বাইক খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে একেবারে সেরা বিকল্প।

 

Leave a Comment