প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন। আগামী মাসের শেষে দেই শুরু হতে চলেছে শারদোৎসব। তাই ইতিমধ্যেই পূজোর প্রস্তুতির ক্ষেত্রে জোড় কদমে নেমে পড়েছে সমস্ত পুজো কমিটিগুলি। কোথায় কী থিম হবে সবকিছুই ঠিক হয়ে গেছে। এমনকি শুরু হয়ে গিয়েছে মণ্ডপের কাঠামো তৈরীর কাজ। চুপ করে বসে নেই রাজ্য সরকারও। পুজো প্রস্তুতি নিয়ে ভীষণ ব্যস্ততা তৈরি হয়েছে প্রশাসনের। এমতাবস্থায় পুজোয় রাস্তাঘাটে ভিড় নিয়ন্ত্রণের জন্য বড় উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুজো প্রস্তুতি নিয়ে সরগরম রাজ্য সরকার
গত বৃহস্পতিবার অর্থাৎ ৩১ জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের হাজার হাজার পুজো কমিটির সঙ্গে শারদোৎসবের প্রস্তুতি নিয়ে জরুরী বৈঠকে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন রাজ্যের প্রশাসনিক শীর্ষকর্তারা, কলকাতা পুরসভা, দমকল বিভাগ, সিইএসসি, পুলিশ প্রশাসন, পরিবহণ ও স্বাস্থ্য দফতরের মতো পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরা। ক্ষমতায় আসার পর থেকেই দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্য জুড়ে নানা সামাজিক এবং সাংস্কৃতিক পদক্ষেপ নেওয়া হয় আসছে। সরকারি অনুদান থেকে শুরু করে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা, মহিলাদের জন্য পিঙ্ক পুলিশ, স্বাস্থ্য পরিষেবা কড়া নজরদারি প্রশাসনের। এবারও তার কমতি থাকছে না।
যানবাহন চালানোর হার বৃদ্ধি প্রশাসনের
প্রতিবার কলকাতা সহ একাধিক জেলায় দুর্গাপুজো উপলক্ষে রাস্তাঘাটে একাধিক ভিড় দেখা যায়। একদিকে মণ্ডপের দর্শনার্থীদের ভিড় অন্যদিকে যানবাহনের সমস্যা। তাই সেই নিয়ে সমস্যায় পড়তে হয় সকলকে। তাই এমতাবস্থায় বৃহস্পতিবার, কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দুর্গা পুজো ২০২৫ উপলক্ষে ভিড় নিয়ন্ত্রণে পরিবহন দপ্তরের পক্ষ থেকে পুজোর সময়ে যানবাহন চালানোর হার বৃদ্ধি করা হবে। আর এই সিদ্ধান্তে বেশ খুশি জনসাধারণ। ইতিমধ্যেই একাধিক প্রস্তুতি নেওয়া শুরু করেছে পরিবহন দফতর।
আরও পড়ুন: নাম নেই টিআরপি লিস্টে, ৩ মাসেই বন্ধ ‘বুলেট সরোজিনী’! লাইভে বার্তা কলাকুশলীদের
এদিকে চলতি বছরের দুর্গা পূজোয় অনুদানের পরিমাণও বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর পুজো কমিটিগুলিকে যেখানে ৮৫ হাজার টাকা করে দিয়েছিল রাজ্য সরকার, এবার সেই পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজারে। শুধু তাই নয়, এর সঙ্গে যোগ হল বিদ্যুতের ছাড়। পুজো কমিটিগুলিকে বিদ্যুতের মাসুলে ৮০ শতাংশ ছাড় দেওয়ার জন্য CESC এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও আগামী ৫ অক্টোবর পুজো কার্নিভাল হতে চলেছে কলকাতায়। তার আগে ২, ৩ এবং ৪ অক্টোবর এই তিন দিন প্রতিমা বিসর্জন হবে।