ভিনরাজ্যে বাংলার ২২ লাখ শ্রমিক! শ্রমশ্রীর অনুদান পেতে এক সপ্তাহে কত হল আবেদন?

Shramashree Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মানসিক কিংবা শারীরিক নির্যাতনের শিকার হওয়া পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছে শ্রমশ্রী প্রকল্প (Shramashree Scheme)। মাননীয়ার ঘোষিত এই প্রকল্পে আবেদন শুরু হতেই ঝড়ের গতিতে নাম লেখাল পরিযায়ী শ্রমিকরা। শ্রম দপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত সোমবার থেকে আজ পর্যন্ত এক সপ্তাহেই 40 হাজার শ্রমিক অনলাইনের মাধ্যমে আবেদন সেরে ফেলেছে।

কী কী সুবিধা মিলবে এই প্রকল্পে?

বলে রাখি, যারা ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরতে চান, তাদের জন্য রাজ্য সরকার এই প্রকল্পের আওতায় বিশেষ আর্থিক সহায়তা ঘোষণা করেছে। প্রথমে এককালীন 5000 টাকা দেওয়া হবে। তারপর যতদিন না পর্যন্ত ওই কর্মী কাজ পাচ্ছে, ততদিন টানা 12 মাস ধরে প্রতি মাসে 5000 টাকা করে ভাতা দেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্য সাথী প্রকল্প, খাদ্য সাথী প্রকল্প, আবাস যোজনার আওতায় ঘরের সুবিধাও মিলবে। সরকারের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ভিন রাজ্যে 22 লক্ষ 40 হাজার শ্রমিক কাজ করেন। আর তাদের মধ্যে অনেকেই রাজ্যে ফেরার আগ্রহ দেখিয়েছে।

কোথা থেকে সবথেকে বেশি আবেদন?

আনন্দবাজারের এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে তালিকার শীর্ষেই রয়েছে মুর্শিদাবাদ এবং মালদা জেলা। তবে শ্রম দপ্তর এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনও মন্তব্য করেনি। তারা দাবি করছে, সময়ের সঙ্গে সঙ্গে হয়তো এই সংখ্যা আরও বাড়বে।

কর্মশ্রী থেকেই শ্রমশ্রী

প্রসঙ্গত, করোনা মহামারির সময় পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার জন্য নবান্ন কর্মশ্রী পোর্টাল চালু করেছিল। যাদের নাম আগে থেকে সেখানে রয়েছে, তারা সহজে এই নতুন প্রকল্পে আবেদন করতে পারবে। এমনকি যাদের নাম নেই তারাও আবেদন করতে পারবে। তবে আবেদনের তথ্য যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়া হবে।

সূত্র মারফৎ খবর, মুখ্যসচিব মনোজ পন্থ প্রত্যেকটি জেলা শাসকদের নির্দেশ দিয়েছে যে আবেদনের সঙ্গে জমা দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য পরীক্ষা করতে হবে। পাশাপাশি শ্রমিকরা কোন রাজ্যে কাজ করতেন, কী কাজ করতেন, সেই বিষয়ে খুঁটিনাটি তথ্য খতিয়ে দেখতে হবে। কারণ এই প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার হবে।

আরও পড়ুনঃ ভারতে ১২০০ টন পদ্মার ইলিশ পাঠাবে বাংলাদেশ, কত হবে দাম?

তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, বিরোধী দলগুলি এই প্রকল্প নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না। অনেকেই একে তৃণমূল সরকারের ভোটব্যাঙ্ক বলে দাবি করছে। কারণ বিরোধীরা মনে করছে, 2024 সালের লোকসভা নির্বাচনের আগে যেরকম 100 দিনের কাজের 69 লক্ষ শ্রমিককে বকেয়া মজুরি দেওয়া হয়েছিল, ঠিক তেমনই এবারও ভোটের আগে মমতা সরকার শ্রমিকদের গোষ্টিবদ্ধ করতে চাইছে।

Leave a Comment