ভিসা ছাড়াই এবার বাংলাদেশে আসতে পারবেন পাকিস্তানিরা! হয়ে গেল চুক্তি, চিন্তায় ভারত

Pakistan-Bangladesh agreement for Visa free tour and more

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের চিন্তা বাড়াল দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং পাকিস্তান! কিন্তু কী এমন ঘটাল দুই দেশ? সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তথা উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার।

শনিবার থেকে রবিবার, অর্থাৎ মাত্র একদিনের এই সফরে দুই দেশের মধ্যে শিক্ষাগত ও পেশাদার সহযোগিতা জোরদার করার পাশাপাশি একাধিক বিষয়ে সহযোগিতার স্বার্থে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ এবং পাকিস্তান। যার মধ্যে উল্লেখযোগ্য হল, এবার থেকে ভারতের উভয় প্রতিবেশীর কর্মকর্তারা কোনও রকম ভিসা ছাড়াই একে অপরের দেশে যাতায়াত করতে পারবেন। যা ভারতের মাথাব্যাথা অনেকটাই বাড়িয়েছে।

গোপনে চুক্তি সারল পাকিস্তান-বাংলাদেশ!

Gulf News-এর রিপোর্ট অনুযায়ী, দীর্ঘ 13 বছরের মধ্যে প্রথমবারের মতো কোনও পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। মূলত সে কারণেই শনিবার থেকে রবিবার পর্যন্ত ইসহাক দারের ওপার বাংলা সফর আদতেই ঐতিহাসিক। বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, অল্প সময়ের সফরে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সাথে দেখা করার পাশাপাশি তৌহিদ হোসেনের সাথে পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন ইসহাক দার।

ওই বৈঠক শেষের পরই সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে পাকিস্তান এবং বাংলাদেশ একটি চুক্তি সহ পাঁচটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। যেগুলির মধ্যে ছিল কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত ভ্রমণের চুক্তি সহ সংস্কৃতি বিনিময়, দুই দেশের সংবাদ সংস্থা, ফরেন সার্ভিস একাডেমি ও গবেষণাপ্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা এবং বাণিজ্য সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক। আর তাতেই এবার চিন্তা বেড়েছে ভারতের!

অবশ্যই পড়ুন: পুকুর ঝাঁপ, কাদা মাখা অবস্থায় গ্রেফতার! ED-র সামনে বিরাট কেরামতি জীবনকৃষ্ণর

ভারতের সমস্যা কোথায়?

শেখ হাসিনার পতনের পরই ক্রমশ কাছাকাছি এসেছে পাকিস্তান এবং বাংলাদেশ। বিগত দিনগুলিতে ওপার বাংলার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের পাকামির কারণেই ওপার বাংলায় নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করেছে পাক শাসকরা। তাছাড়াও সম্প্রতি ভারতীয় গোয়েন্দা সংস্থা জানিয়ে ছিল, পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনিরের ষড়যন্ত্রে এবং পাক গুপ্তচর সংস্থা ISI এর হাত ধরে বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতের পূর্বপ্রান্তে সক্রিয় হচ্ছে জঙ্গিরা!

জানা যায়, বাংলাদেশের বেশ কিছু জঙ্গি সংগঠনকে ভারতের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করছে পাকিস্তান। এরই মাঝে এবার চুক্তির ভিত্তিতে পাকিস্তান এবং বাংলাদেশের অফিসিয়ালদের ভিসামুক্ত ভ্রমণ স্বাভাবিকভাবেই নয়া দিল্লির কপালে চিন্তার ভাঁজ অনেকটাই বাড়াল। কারণ, এই চুক্তির হাত ধরে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের স্বার্থে বাংলাদেশে অবাধ যাতায়াত থাকবে পাকিস্তানিদের।

Leave a Comment