ভুয়ো ভাউচার দিয়ে টাকা তুলে নয়ছয়! নদিয়ায় গ্রেফতার কানাইনগরের সিপিএম পঞ্চায়েত প্রধান

CPIM
CPIM

কৃশানু ঘোষ, কলকাতাঃ নদিয়ার তেহট্ট মহকুমার কানাইনগর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম (CPIM) প্রধান টগরী ঘোষকে ভুয়ো ভাউচার বানিয়ে সরকারি টাকা তোলার অভিযোগে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার অর্থাৎ ২ সেপ্টেম্বর বিকেলে, তেহট্ট ১ ব্লকের বিডিও সঞ্জীব সেনের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তেহট্ট বাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। সূত্রের খবর, এদিন ডেঙ্গু নিয়ে একটি প্রশাসনিক বৈঠক শেষে বাড়ি ফেরার সময়ই তাঁকে গ্রেফতার করা হয়।

কানাইনগর পঞ্চায়েত বর্তমানে কংগ্রেস-সিপিআইএম জোটের দখলে রয়েছে। কারণ, এই পঞ্চায়েত তৃণমূলের ৯ জন, সিপিআইএম-এর ৬ জন, বিজেপি-র ৩ জন, কংগ্রেস-এর ৪ জন ও ৩ জন নির্দল সদস্যকে নিয়ে গঠিত। ফলে সিপিআইএম ও কংগ্রেস জোট বেঁধে ১০ জন সদস্য নিয়ে এই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে।

আগেও এই প্রধানের নামে হয়েছে টাকা নয় ছয়ের মামলা!

জেলার সিপিএম সদস্য এবং জোনাল কমিটির সম্পাদন সুবোধ বিশ্বাস এই বিষয়ে বলেন, “কানাইনগর গ্রাম পঞ্চায়েতের তেহট্ট ব্লক ১-এর টগরী ঘোষকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূলের চক্রান্তে গ্রেফতার করা হয়েছে।“ এর পাশাপাশি তিনি এও জানিয়েছেন, “আমাদের পক্ষে রায় দিয়ে জামিন মঞ্জুর করেছে। আবার সেই একই কেস করা হয়েছে।“

আরও পড়ুনঃ ‘আমি না, মোহনবাগান আমাকে বেছেছে!’ কোন পজিশনে খেলবেন? জানালেন রবসন

এছাড়াও, ওই পঞ্চায়েতে তিন লক্ষ চল্লিশ হাজার টাকার একটি বেনিয়ম প্রসঙ্গে সুবোধ বিশ্বাস জানান, “ওই বেনিয়ম প্রধান করেনি, করেছে পঞ্চায়েত সচিব। এবং এই মর্মে তিনি বিডিও সাহেবের কাছে লিখিতভাবে ক্ষমাও চেয়েছেন, সেই চিঠির কপি আমাদের কাছে আছে। এমনকি এই মর্মে থানায় ডায়েরি করা হলেও গ্রেফতকার করা হয়নি ওই সচিবকে।“  এরপর তিনি বিডিও-কে আক্রমণ করে জানান, “এত কিছুর পরেও অযোগ্য এবং ঠুঁটো জগন্নাথ বিডিও এই কাজ কী করে করল?”

বিরোধী নেতার দাবী

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য রজত মণ্ডল জানান, “প্রধান গ্রেফতার হয়েছে, এটা অনেক আগেই হওয়া দরকার ছিল। কারণ এর আগে পঞ্চায়েতের বহু দুর্নীতি আমরা প্রমাণ করেছি, অভিযোগ করেছি।“ এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার তেহট্ট এলাকায়। বিরোধীরা যেখানে শাসক দলের দিকে আঙুল তুলছে, সেখানে শাসক শিবির বলছে—দোষী যেই হোক, আইনের পথে শাস্তি হবেই। ফলে গ্রামবাসীর প্রশ্ন, আসল সত্যি কতদিনে সামনে আসবে?

Leave a Comment