‘ভুয়ো ভোটার পেলে নাম বাদ দেবই’, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ BLO-র

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে মাত্র আর কয়েক মাস বাকি। এরপরেই বছর ঘুরতে আসতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন। সে ক্ষেত্রে নির্বাচন যাতে সঠিক এবং নিখুঁতভাবে হয় তার জন্য ভুয়ো ভোটার তাড়ানোর অভিযানে নেমেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বিহারে চলছে কাজ। বাংলাতেও হবে, যদিও বা সেই নিয়ে কোনো আপডেট দেওয়া হয়নি। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চ্যালেঞ্জ করলেন দুর্গাপুরের এক BLO কর্মী।

গত সোমবার, অর্থাৎ ২৮ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে প্রশাসনিক সফরে এসেছিলেন। সেখানে রাজ্যের একাধিক প্রকল্প এবং প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়েছিল৷ আর সেই আলোচনার মধ্যেই উঠে এসেছিল ভোটার তালিকার প্রসঙ্গ। গত সপ্তাহেই নাকি নদিয়া, দুই ২৪ পরগণা এবং মুর্শিদাবাদ মিলিয়ে শতাধিক ব্লকের BLO-দের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন। কিন্তু সেকথা নাকি জানতেনই না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।

BLO-দের প্রশিক্ষণ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

গত ১৭-১৮ জুলাই দিল্লিতে BLO-দের প্রশিক্ষণ চলেছে। অন্যদিকে গত রবিবার ২৭ ফেব্রুয়ারি BLO দের প্রশিক্ষণ দেওয়া হয়েছে কলকাতার নজরুল মঞ্চে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। কিন্তু দিল্লিতে যে প্রশিক্ষণ নেওয়া হয়েছে সেই বিষয়টি কেন রাজ্যকে জানানো হয়নি তাই নিয়ে উঠছে প্রশ্ন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠক থেকেই জেলাশাসকদের উদ্দেশে জানান, “সকলকে একটু চোখ-কান খোলা রাখতে হবে। অনেক সময় দেখছি জেলাশাসকেরা দায়িত্ব দিচ্ছেন নীচের কাউকে। এই যে ১০০০ লোককে দিল্লি নিয়ে গিয়েছে প্রশিক্ষণ দেওয়াতে সেটা জেলাশাসকদের উচিত ছিল আমাকে বা মুখ্যসচিবকে বলা। কিন্তু তাঁরা সেটা করেননি।”

মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা থেকে আরও বলেছিলেন যে, ‘‘আপনারা BLO যেসব তালিকা তৈরি করছেন, তাঁদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার তালিকা থেকে যেন কারও নাম বাদ না-যায় ৷ মনে রাখবেন ভোটের বিজ্ঞপ্তি যখন হবে, তখন থেকে এটা নির্বাচন কমিশনের অধীনে যায় ৷ তার আগে রাজ্য সরকার৷ আবার নির্বাচনের পরও রাজ্য সরকার। সুতরাং এটা মনে রাখবেন, আপনার চাকরি করে রাজ্য সরকারের অধীনে৷ কোনও মানুষকে অযথা হেনস্তা করবেন না। ’’এবার সেই ঘোষণাকেই রীতিমতো চ্যালেঞ্জ করলেন দুর্গাপুরের এক BLO।

মমতাকে চ্যালেঞ্জ এক BLO এর

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুর্গাপুরের বাসিন্দা এক BLO, নাম চিরঞ্জিত ধীবর, তাঁর ফেসবুক প্রোফাইল থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে একটি কড়া পোস্ট করেছিলেন। যেখানে তিনি লিখেছিলেন, “আমি মুখ্যমন্ত্রী কে চ্যালেঞ্জ করছি আমি ভুয়ো, মৃত ভোটার পেলে অবশ্যই নাম বাদ দেবো। আমি BLO। নিরপেক্ষ ভাবে ডিউটি আমার দায়িত্ব। আমাদেরকে আপনি চাকরি দেননি যে চাকরি কেড়ে নেবার ভয় দেখাবেন!” এরপর এই পোস্ট ভাইরাল হতেই কমেন্ট বক্সে উপচে পড়ে একাধিক কমেন্ট।

আরও পড়ুন: মমতাকে মিথ্যাবাদীর তকমা! সাজনু পারভিনকে সামনে এনে কড়া জবাব দিল তৃণমূল

চিরঞ্জিত ধীবর তাঁর প্রোফাইল থেকে আরও একটি পোস্ট করে জানিয়েছিলেন যে, “BLO দের হুমকি দিচ্ছেন? কোনো লাভ হবেনা। আমি প্রথমে ডিউটি থেকে নাম কাটিয়েছিলাম। এখন আবার নাম এসেছে। এই হুমকির পর আমার এই BLO কাজের প্রতি আরোও আগ্রহ বাড়ল| ডিউটি করব নিরপেক্ষ।” এদিকে এই ধরনের পোস্ট দেখে নেটিজেনদের তরফ থেকে প্রশংসার বর্ণা ধেয়ে এসেছে। অনেকেই তার স্বপক্ষে কথা বলে তাঁর সাহস আরও জুগিয়েছে।

Leave a Comment