ভুলে যান SBI, HDFC, ICICI! ফিক্সড ডিপোজিটের থেকেও বেশি সুদ দেয় এই ৫ সরকারি স্কিম

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি 1 শতাংশ রেপো রেট কমিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আর সেই বাহানাতেই অন্যান্য ব্যাঙ্কগুলিও তাদের ফিক্সড ডিপোজিট ও সেভিংস অ্যাকাউন্টের সুদের হারে কাটছাঁট করেছে। কমে গিয়েছে সেভিংস ও FD অ্যাকাউন্টের সুদ।

এমতাবস্থায়, বেশ কিছু সরকারি প্রকল্প যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল সেভিংস স্কিম, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সহ বেশ কয়েকটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার গত মাসের 30 জুন পর্যন্ত অপরিবর্তিত রাখা হয়েছিল।

আপাতত যা খবর, 2025-26 আর্থিক বছরের সেপ্টেম্বর ত্রৈমাসিকে নতুন হার প্রযোজ্য হবে। এহেন আবহে, বিনিয়োগ করার ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ICICI, HDFC-র মতো ব্যাঙ্কের বদলে সরকারি প্রকল্পগুলিতে সুদ সমেত রিটার্ন অনেকটাই বেশি পাওয়া যাচ্ছে। কোন প্রকল্পগুলিতে বিনিয়োগ করলে আদতে লাভ হবে? দেখে নিন।

এই 5 সরকারি প্রকল্পে ব্যাঙ্কের থেকে অনেক বেশি রিটার্ন পাওয়া যায়

ন্যাশনাল সেভিংস স্কিম

প্রথমেই কথা বলব, জাতীয় সঞ্চয় শংসাপত্র নিয়ে। হ্যাঁ, ভারত সরকারের এই প্রকল্পটি 5 বছরের জন্য লক ইন সময়কাল সহ একটি দুর্ধর্ষ বিকল্প হতে পারে গ্রাহকদের জন্য। বলা বাহুল্য, বর্তমানে এই স্কিমে 7.7 শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। কাজেই নিরাপদে অতিরিক্ত রিটার্নের জন্য বিনিয়োগ করতে চাইলে এই সরকারি স্কিমটি আপনার জন্য সেরা পছন্দ হতে চলেছে।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম

প্রবীণ নাগরিকদের জন্য বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে সেরা ঠিকানা হতে চলেছে সরকারি প্রকল্প সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। বলে রাখি, 60 বছর বা তার বেশি বয়সী নাগরিকরা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। বর্তমানে এই সরকারি প্রকল্পে 8.2 শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। এছাড়াও বিনিয়োগের ওপর কর ছাড়ের সুবিধা রয়েছে।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড

পাবলিক প্রভিডেন্ট ফান্ড একটি দীর্ঘমেয়াদী প্রকল্প। তবে এই সরকারি প্রকল্পের মেয়াদ 15 বছরের জন্য হলেও সুদের হার অন্যান্য সরকারি প্রকল্পগুলির তুলনায় সামান্য কম। বলে রাখি, এই পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করলে বর্তমানে 7.1 শতাংশ সুদ পাওয়া যায়। উল্লেখযোগ্য বিষয়, পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদ ও অর্থ উত্তোলনের ওপর অতিরিক্ত কর ছাড় পাওয়া যায়।। এটি মূলত অবসরকালীন সময়ে ও শিশুদের মোটা অঙ্কের তহবিল তৈরির জন্য সেরা বিকল্প।

পোস্ট অফিস টাইম ডিপোজিট

অতিরিক্ত রিটার্ন ও ঝুঁকিহীন বিনিয়োগের জন্য ভারতীয়দের পছন্দ পোস্ট অফিস বা ডাক বিভাগের বিভিন্ন স্কিম। তবে ভারতীয় পোস্ট অফিসের অন্যান্য প্রকল্পের ভিড়ে লুকিয়ে রয়েছে একটি বড় স্কিম, যার নাম পোস্ট অফিস টাইম ডিপোজিট। এই স্কিমে 5 বছরের জন্য বিনিয়োগ করা যায়। বর্তমানে এই প্রকল্পে 7.5 শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। ভারতের সকল নাগরিক এই স্কিমটিতে বিনিয়োগ করতে পারবেন।

অবশ্যই পড়ুন: গরমে কুল হওয়ার আশা শেষ? শিয়ালদহ ডিভিশনে AC লোকাল নিয়ে চরম দুঃসংবাদ!

সুকন্যা সমৃদ্ধি যোজনা

মূলত মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ভারত সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনা একটি দুর্দান্ত স্কিম। বর্তমানে এই স্কিমে 8.2 শতাংশ হারে উচ্চ সুদ পাওয়া যায়। শুধু তাই নয় অর্থ বিনিয়োগ, টাকা তোলা এবং সুদের ওপর অতিরিক্ত কর ছাড়ের সুবিধা রয়েছে।

Leave a Comment