বিক্রম ব্যানার্জী, কলকাতা: ম্যাচ চলাকালীন রেফারির সাথে হাতাহাতির ঘটনা প্রায়শই শোনা যায়। ফুটবল ম্যাচের মাঝেই হঠাৎ রেফারির সিদ্ধান্ত নিয়ে ঘাড় বেঁকিয়ে বসেন একদল। আর তারপরই ম্যাচ রেফারির উপর চড়াও হন তারা। সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী থাকল নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম।
রবিবার, বেলঘড়িয়া অ্যাথলেটিক বনাম খড়দহের সূর্যসেন স্পোর্টিংয়ের সুপার ডিভিশনের ফাইনাল ম্যাচ 71 মিনিটে গড়াতেই হঠাৎ বদলে গেল মাঠের চেহারা। নেপথ্যে বেলঘড়িয়ার পেনাল্টি। প্রতিপক্ষ খড়দহের কর্তাদের অভিযোগ, বেলঘড়িয়া পেনাল্টি পায় না, রেফারি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আর তা নিয়েই দানা বাঁধে উত্তেজনা। শেষ পর্যন্ত রেফারিকে বেধড়ক মারধরের (Attack On Referee) অভিযোগ উঠেছে।
হাসপাতালে ভর্তি করা হয় রেফারিকে
অভিযোগ, সূর্যসেন স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক প্রথমে ম্যাচ রেফারি চরণ হেমব্রমকে সরাসরি লাথি মারেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয় সেই ভিডিও। ভিডিওটিতে দেখা যায়, সূর্যসেন স্পোর্টিয়ের গোলরক্ষক রেফারিকে লাথি মারার সাথে সাথেই মাঠে নেমে আসেন দলের এক কর্মকর্তা। তিনিও ওই রেফারিকে আক্রমণ করেন। ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যদিও অন্যান্য ফুটবলার থেকে শুরু করে আয়োজকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিলেন। তবে খড়দহের সূর্যসেন স্পোটিংয়ের জোরালো হামলায় গুরুতর আহত হন ম্যাচ রেফারি।
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, পরিস্থিতি বেগতিক দেখে ওই রেফারিকে তড়িঘড়ি নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসক সূত্রে খবর, বর্তমানে হেমব্রমের অবস্থা স্থিতিশীল। অন্যদিকে, রেফারিকে মারধর করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন নৈহাটির বিধায়ক থেকে শুরু করে আইএফএ সচিব সহ বহু ফুটবলপ্রেমী মানুষজন।
নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে খেলা চলাকালীন রেফারি-কে মা*রধ*র-এর অভিযোগ
নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে খেলা চলাকালীন রেফারি-কে মা*রধ*র-এর অভিযোগ
#Naihati #TMC #Football #MLA #SanatDey #AabTakPosted by AAB TAK on Sunday, September 7, 2025
অবশ্যই পড়ুন: দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে চতুর্থবার হকি এশিয়া কাপে জয় ভারতের, নিশ্চিত হল বিশ্বকাপও
রেফারিকে মারধরের ঘটনায় নিন্দার ঝড়
গোটা ঘটনার খবর জানতে পেরেই, নৈহাটির বিধায়ক সনত দে জানিয়েছেন, মাঠের মধ্যে রেফারিকে এভাবে মারধর করার ঘটনা একেবারেই বরদাস্ত করা যায় না। খেলার প্রতি আবেগ থাকতেই পারে, কিন্তু সহিংসতা কোনও সমাধান নয়। অন্যদিকে, নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে রেফারির উপর চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করা হয়েছে এ খবর জানা মাত্রই গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্তও।
অনির্বাণের বক্তব্য, এই কাজ অশোভন এবং অগ্রহণযোগ্য। রেফারি মাঠে থাকেন যাতে খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটা দেখার জন্য। আর তাঁর ওপরই নাকি হামলা করা হল। এই ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না। দোষীদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক এটাই চাই। সব মিলিয়ে, ফুটবল মহল থেকে শুরু করে প্রশাসনিক স্তর, সব ক্ষেত্রেই রেফারির উপর হওয়া হামলার ঘটনায় উঠছে নিন্দার ঝড়। এদিকে শোনা যাচ্ছে, গোটা ঘটনায় ইতিমধ্যেই চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।