কৃশানু ঘোষ, কলকাতাঃ জোর ভুমিকম্পে কেঁপে উঠল আফগানিস্থান (Afghanisthan Earthquake), যার জেরে আফটারশক অনুভূত হল ভারতের দিল্লি কিংবা জম্মু কাশ্মীর সহ পাকিস্তানের বেশ কিছু অংশে। ভূমিকম্পের জেরে মৃত্যু হয়েছে প্রায় ১০০-র বেশি মানুষের, আহত হয়েছেন আরও অনেকে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুযায়ী, রবিবার মধ্যরাতে অনুভূত হওয়া ওই কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৬.৩।
আফগানিস্থানে ভয়াবহ ভূমিকম্প!
বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, প্রথমে ভারতীয় সময় রাত ১২টা ৪৭ মিনিটে আফগানিস্থানের জলালাবাদ থেকে ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে নানগরহর প্রদেশে হঠাৎ করেই প্রবল কম্পন শুরু হয়। জানা গিয়েছে, মাটি থেকে প্রায় ৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল অবস্থিত ছিল। ভারতীয় সময় অনুযায়ী রাত ১টা ৫৯ মিনিটে, সোমবার ভোর ৩টে ৩ মিনিটে, এবং ভোর ৫টা ১৬ মিনিটে যথাক্রমে ৪.৩ মাত্রার, ৫ মাত্রার এবং ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে আফগানিস্তানে। প্রতিটির গভীরতা ছিল ভূমির ১০ থেকে ৪০ কিলোমিটার গভীরে।
আল জাজিরা সহ বিভিন্ন সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এখনও পর্যন্ত ভূমিকম্পের ফলে মৃত্যু হয়েছে প্রায় ২৫০ জনের। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫০০ জন। তবে নানাগয়রহর প্রদেশের জনস্বাস্থ্য দফতরের মুখপাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, এখনও পর্যন্ত ভূমিকম্পের ফলে মৃত্যু হয়েছে ন’জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা অন্তত ২৫। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।“ তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুনঃ মাসের শুরুতেই সুখবর, ৫০ টাকারও বেশি কমল LPG সিলিন্ডারের দাম
এক্ষেত্রে উল্লেখ্য, এই নিয়ে আফগানিস্থানে মোট ৩ বার ভুমিকম্প অনুভূত হল আগস্ট মাসে। এর আগে ২ আগস্ট এবং ৬ আগস্ট ভূমিকম্প অনুভূত হয়েছিল আফগানিস্থানে। জানা গিয়েছে, আফগানিস্থানের হিন্দুকুশ পর্বত এলাকার এই ক্ষেত্রটি ভারতীয় এবং ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই দুইয়ের সংঘর্ষ থেকেই এই ভূমিকম্প উদ্ভূত হয়েছে। তবে, ভূমিকম্পের আফটারশক অনভুত হয়েছে উত্তর ও পশ্চিম ভারতের একাধিক জায়গায়।