ভূমিকম্পে তছনছ বাংলাদেশ! নিহত ৩, আহত শতাধিক

Bangladesh Earthquake

সৌভিক মুখার্জী, কলকাতা: সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ (Bangladesh Earthquake)। সূত্রের খবর, এই ভয়াবহ ভূমিকম্পে প্রাণ গিয়েছে তিনজনের। পাশাপাশি ঢাকা সহ নরসিংদী এবং গাজীপুরে প্রায় ১০০ জন আহত হয়েছে। এদিকে এই ভূমিকম্পে ঢাকার আরমা‌নি‌টোলার কসাইটু‌লি‌তে একটি ছয় তলার বিল্ডিং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররাম ভবনের দেয়াল ও তিন তলার ছাদে ফাটল ধরেছে বলে খবর সূত্রের।

ভয়াবহ ভূমিকম্পে নিহত তিনজন

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, নিহত তিনজনের মধ্যে দু’জনের নাম প্রকাশ্যে এসেছে। তাঁদের মধ্যে একজন রাফিউল ইসলাম। তিনি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র। কিন্তু মিটফোর্ড হাসপাতালে জরুরী বিভাগের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ বলেছেন, তিনি সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র। অন্যদিকে মিটফোর্ড হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নিহত আরেকজনের নাম সবুজ। বয়স ৩০ বছর। এছাড়া ৮ বছরের একটি শিশুর মরদেহ আনা হয়েছে। কিন্তু তাঁর পরিচয় এখনও পর্যন্ত সনাক্ত করা যায়নি।

পাশাপাশি এদিনের ভূমিকম্পের সময় আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের চারতলা থেকে ঝাঁপ দিয়েছে তানজীর হোসেন নামের এক পড়ুয়া। আর এতে তাঁর একটি পা ভেঙে গিয়েছে বলেও রিপোর্ট। আপাতত ওই পড়ুয়াকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। তবে বাংলাদেশ প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও তথ্য দেওয়া হয়নি। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে প্রশাসন।

স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী খবর, ভূমিকম্পে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ১০ জন আহত হয়েছে। এমনকি গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজ থেকেও আহত হয়েছে ১০ জন, আর নরসিংদী জেলা হাসপাতালে ৪৫ জনের মধ্যে ৩ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। পাশাপাশি নরসিংদী হাসপাতালে আহত হয়েছে ১০ জন।

আরও পড়ুনঃ বাদ ভারতসুন্দরী মণিকা বিশ্বকর্মা! মিস ইউনিভার্স ২০২৫-র খেতাব জয় মেক্সিকোর ফাতিমা বোশের

বলাবাহুল্য, শুক্রবার সকালে ঘটে এই ভূমিকম্প। এর উৎস ছিল নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে ভুমি থেকে ১০ কিলোমিটার গভীরে। এদিকে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা উঠেছিল ৫.৭। ঢাকা সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা এতে কেঁপে ওঠে। এমনকি জানা যায়, ভূমিকম্পে একটি বিল্ডিং-এর রেলিং ভেঙে ঢাকার বনশালে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে।

Leave a Comment