বিক্রম ব্যানার্জী, কলকাতা: জল্পনা ছিল, হয়তো ব্যর্থতা দেখে ভেঙ্কটেশ আইয়ারকে কিনবে না কোনও দল। আর তখনই মোক্ষম অস্ত্র প্রয়োগ করে অল্প টাকায় পুরনো সঙ্গীকে কিনে নেবে কলকাতা নাইট রাইডার্স! শাহরুখের দলের এমন স্বপ্ন পূরণ হতে দিল না বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(Venkatesh Iyer In RCB)! নিলামের মাঝে ভেঙ্কটেশকে নিয়ে চূড়ান্ত নাটকের পর 7 কোটি টাকায় প্রাক্তন KKR তারকাকে কিনে নিল গতবারের চ্যাম্পিয়নরা।
7 কোটিতে RCB দলে আইয়ার
গত 15 নভেম্বর, কলকাতার রিটেনশন তালিকা থেকে বাদ পড়ার পরই অনেকে ধরেই নিয়েছিলেন নিলাম থেকে একেবারে অল্প দামে ভেঙ্কটেশ আইয়ারকে ফিরিয়ে নেবে কলকাতা নাইট রাইডার্স। সময়ের সাথে সাথে সেই জল্পনাই সত্যি হতে পারতো যদি না আচমকা 7 কোটি টাকা দিয়ে এই ভারতীয় অলরাউন্ডারকে কিনে নিত বেঙ্গালুরু।
মঙ্গলবার নিলাম চলাকালীন শুরুতেই 25 কোটি 20 লাখ দিয়ে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে কিরে নেয় KKR। আর তারপরই ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে শুরু হয় চরম নাটকীয়তা। শুরুর দিকে আইয়ারকে কিনতে দর দেয় গুজরাত। পরবর্তীতে গিলের দল লড়াই শেষ করলে ভেঙ্কটেশকে নিয়ে দর কষাকষি চলে LSG এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। তাতে KKR প্রাক্তনীর দাম উঠে যায় এক ধাক্কায় 7 কোটি টাকায়।
মজার বিষয়, বেঙ্গালুরু বিড করার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ আইয়ারকে কিনতে এগিয়ে এসেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে অল্প দামে ভারতীয় প্লেয়ারকে কেনার যে স্বপ্ন বাংলার এই দল দেখেছিল তাতে একেবারে চুনকালি ঘষে 7 কোটি টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে সসম্মানে দলে নিল বিরাট কোহলির RCB। শত ব্যর্থতার পরও ভেঙ্কটেশের এমন দামে অবশ্য হতবাক হয়েছেন নাইট ভক্তরা।
অবশ্যই পড়ুন: রেকর্ড! পারল না ধোনির CSK, 25.20 কোটিতে গ্রিনকে কিনে নিল KKR
উল্লেখ্য, ভেঙ্কটেশের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স দলে ফেরা হলো না দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার কুইন্টন ডিককের। আইয়ারকে নিয়ে তুমুল দরকষাকষির পরই প্রাক্তন KKR তারকাকে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স। 1 কোটির বেস প্রাইসেই 5 বারের চ্যাম্পিয়নদের ঘরে জায়গা পেয়েছেন এই খেলোয়াড়।