বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগেই গলা উঁচিয়ে বড় হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তারপর পরই বিস্ফোরণের শব্দে কাঁপল ভেনেজুয়েলা (Venezuela US Tension)। শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের খুব কাছেই শোনা গেল যুদ্ধবিমানের শো শো শব্দও। আর এমন ঘটনার পরই ভেনেজুয়েলায় আমেরিকা সরাসরি সামরিক অভিযান শুরু করে দিল কিনা তা নিয়ে বেড়েছে জল্পনা। চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক মহলেও। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার ভেনেজুয়েলাকে নিজের গ্রাসে নিয়ে ফেলবে ট্রাম্পের দেশ?
সামরিক প্রস্তুতি জোরদার করল ভেনেজুয়েলা
একাধিক রিপোর্ট অনুযায়ী, শনিবার গভীর রাতে বিশেষ করে ভোরের দিকে একসাথে পরপর সাতটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিলেন স্থানীয়রা। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই ধারণা করছেন, ডোনাল্ড ট্রাম্পের শাসানির পর হয়তো পরোক্ষভাবে ভেনেজুয়েলায় সামরিক অভিযান শুরু করে দিল আমেরিকা। এদিকে গোটা বিষয়টি স্পষ্ট হওয়ার আগেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাগুলিতে সামরিক প্রস্তুতির জোরদার করেছেন।
অবশ্যই পড়ুন: মুস্তাফিজুর রহমানের জায়গায় কে খেলবেন? বাংলাদেশি পেসারকে ছেড়ে মুখ খুলল KKR
বলাই বাহুল্য, বিগত দিনগুলিতে বারবার করে ভেনেজুয়েলা থেকে আমেরিকায় মাদক পাচারের অভিযোগকে সামনে রেখে দফায় দফায় দুই দেশের মধ্যে উত্তেজনার চরমে উঠেছে। আমেরিকা দাবি করেছে, কয়েকটি জাহাজকে জলযান হিসেবে দেখিয়ে মাদক পাচার করা হচ্ছিল। সেই জাহাজগুলিতেই হামলা চালানো হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে আজ পর্যন্ত 80 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিকে শনিবার ভোর রাতে বিস্ফোরণের ঘটনার পরই ভেনেজুয়েলার আকাশে বন্ধ হয়েছে বিমান চলাচল।
অবশ্যই পড়ুন: এই ১ শর্তে ভারতীয় দলে ফেরানো হতে পারে শ্রেয়স আইয়ারকে
উল্লেখ্য, গতবছর ভেনেজুয়েলায় তেলের ট্যাঙ্কার চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকার প্রশাসন। এখানেই শেষ নয়, ভেনিজুয়েলার প্রশাসনকে জঙ্গি তকমা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব নিয়েই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক একেবারে খারাপ পর্যায়ে গিয়ে পৌঁছেছিল। আমেরিকার উপরেও ক্ষিপ্ত ছিল ভেনেজুয়েলা। এরই মাঝে ট্রাম্প ক্যারিবিয়ান এলাকায় মার্কিন সেনা মোতায়েনের কথা জানিয়ে বড় হুঁশিয়ারি দেন। আর তার পর পরই শনিবার এই হামলায় সবার প্রথমেই সন্দেহের তালিকায় নাম উঠে আসছে আমেরিকার।
ভেনেজুয়েলায় হামলা নিয়ে ট্রাম্পের বিরাট দাবি
শনিবার ভেনেজুয়েলায় হামলার পর এবার মুখ খুললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সদ্য নিজের X হ্যান্ডেলে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, “ভেনেজুয়েলা এবং তার রাষ্ট্রপতির বিরুদ্ধে আমেরিকা সফলভাবে এয়ার স্ট্রাইক চালিয়েছে।” শুধু তাই নয় এদিন ট্রাম্প এও দাবি করেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে….
