বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত 16 ডিসেম্বর 64 কোটি 30 লাখ টাকা হাতে রেখে গুনে গুনে পছন্দের প্লেয়ারদের কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মিনি নিলামের একেবারে শুরুতেই চেন্নাই সুপার কিংসের সাথে লড়াই করে 25 কোটি 20 লাখের রেকর্ড প্রাইসে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে টেনে নেয় KKR ফ্রাঞ্চাইজি। এরপর একে একে 18 কোটিতে মাথিশা পাথিরানা, 9 কোটি 20 লাখে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর থেকে শুরু করে একাধিক দাপুটে ক্রিকেটারকে সই করালেও অল্প দামে পুরনো সঙ্গী ভেঙ্কটেশ আইয়ারকে দলে নেওয়ার স্বপ্ন একেবারে ভেঙে চুরমার হয়ে যায় শাহরুখ খানদের। নাইটদের সামনে থেকে 7 কোটিতে ভেঙ্কিকে কিনে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার তা নিয়েই নীরবতা ভাঙল KKR।
ভেঙ্কটেশকে না পাওয়ায় হতাশ KKR
শেষবারের মতো গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে রিটেনশন তালিকা প্রকাশ করে ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিয়েছিল KKR। তাতে একপ্রকার কেঁদে ভাসিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার! যার জেরে পরবর্তীতে নিলাম থেকে 23 কোটি 75 লাখ দিয়ে আইয়ারকে কিনে নেয় কলকাতা। আর সেটাই বোধহয় ছিল সবচেয়ে বড় ভুল। এরপর টুর্নামেন্ট শুরু হলে একের পর এক ম্যাচে ক্রমাগত ব্যর্থ হতে থাকেন ভেঙ্কটেশ। তাতে ক্ষোভ বাড়তে থাকে ভক্তদের মধ্যে। যার জেরে শেষ পর্যন্ত আইয়ারকে ছেড়ে দিলেও নিলাম থেকে অল্প দামে তাঁকে কিনে নেওয়ার স্বপ্ন দেখেছিল কলকাতা নাইট রাইডার্স।
তবে শাহরুখের দলের সেই স্বপ্ন পূরণ হতে দিলো না RCB। সেসব নিয়েই জিওহটস্টারের সাক্ষাৎকারে মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্স দলের প্রধান কোচ অভিষেক নায়ার। KKR এর নতুন হেড স্যারের কথায়, “আমরা তাকে দলে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম। তবে শেষ পর্যন্ত যেটা হলো তা হওয়ার ছিল না.. ও অনেক আগে থেকেই আমাদের দলের প্লেয়ার। আমরা ওকে ফিরিয়ে আনার চেষ্টা বারবার করেছি। আমরা ভেবেছিলাম ওকে নিলাম থেকে কম দামে কিনতে পারবো। তবে সেটা হল না!”
এদিন নায়ার আরও বলেন, “ভেঙ্কটেশ যথেষ্ট অভিজ্ঞ প্লেয়ার। ও আমাদের দলের সাথে মানানসই। আমরা চেষ্টা করেছিলাম ওকে কীভাবে কিনে নেওয়া যায়। ভেবেছিলাম হয়তো অন্যরা বিড না করলে অল্প দামে কিনে নিতে পারব। কিন্তু শেষ পর্যন্ত RCB আমাদের পেছনে ফেলে দিয়ে ওকে কিনে নিয়ে বেরিয়ে যায়। যাইহোক, IPL এ ওর আগামী দিনগুলো যাতে শুভ হয় সেই কামনা করি।”
অবশ্যই পড়ুন: ভারতীয় বোলারদের পিটিয়ে একাই করলেন ১৭২ রান, পাক ক্রিকেটার সমীর মিনহাসকে চেনেন?
উল্লেখ্য, গত 15 নভেম্বর রিটেনশন তালিকা প্রকাশ করার পর পরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসর নেন ক্যারিবিয়ান স্টার আন্দ্রে রাসেল। তবে IPL থেকে অবসর নিলেও নাইট শিবিরে পাওয়ার কোচ হিসেবে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। কিন্তু তা হলেও IPL 2026 এ রাসেলের অভাব থাকবেই। মূলত সে কারণেই আন্দ্রের বিকল্প হিসেবে নাইট শিবিরে নিজের ক্ষমতা দেখাবেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্রিন।