ভোটার তালিকায় মহিলার বয়স ১২৪ বছর! SIR নিয়ে ফের বিতর্কে বিহার

Bihar SIR

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ জুড়ে চলছে ভোটার নিবিড় সংশোধন বা এসআইআর। আর এ নিয়ে সবথেকে গরমিল লক্ষ্য করা যাচ্ছে বিহারে (Bihar SIR)। ‘ডগবাবু’ থেকে শুরু করে ‘ডগেশ বাবু’ কিংবা ‘ডোনাল্ড ট্রাম্প’, সবাই আসছে ভোটার তালিকায়। তবে এবার এমন এক ঘটনা ঘটল, যা সত্যিই অবাক করার মতো। হ্যাঁ, এবার 124 বছর বয়সের এক মহিলার নাম ভোটার তালিকায় আসল।

কীভাবে ঘটল এই ঘটনা?

রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, মিন্তা দেবী নামের এক মহিলার নাম ভোটার তালিকায় এসেছে, যার আসল বয়স 24 বছর। কিন্তু ফর্ম পূরণ করার সময় ভুলবশত তিনি নাকি 124 বছর লিখে ফেলেছিলেন। আর এর জেরেই ভোটার তালিকায় তার নামের পাশে 124 বছর বয়স ছাপা পড়ে যায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় চাঞ্চল্য।

প্রশাসন কী বলছে?

উল্লেখ্য, এই ঘটনাটি ঘটেছে বিহারের সিসওয়ান ব্লকের অরজনীপুর গ্রামে। সেখানকার ম্যাজিস্ট্রেট ডক্টর আদিত্য প্রকাশ জানিয়েছেন, এটা নিছকই কোনো মানবীয় ভুল, এটি কোনো অনিয়ম নয়। মিন্তা দেবী ফর্ম পূরণ করার সময় তার বয়স ভুল লিখেছিলেন। ইতিমধ্যেই সংশোধনের জন্য তিনি নতুন ফর্ম পূরণ করেছেন। আগামী সাত দিনের মধ্যেই ভোটার তালিকায় সঠিক বয়স যুক্ত হয়ে যাবে। 

তবে প্রশাসন জানিয়েছে যে, এই ঘটনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানানো হয়েছে এবং সংশোধন প্রক্রিয়া নিয়ম মেনেই চলছে। এমনকি জেলা ম্যাজিস্ট্রেট জনগণকে অনুরোধ করেছেন যে, ভোটার তালিকায় যদি কারো ভুল তথ্য চোখে পড়ে, তাহলে তা দ্রুত জানিয়ে সংশোধন করিয়ে নিতে।

আরও পড়ুনঃ মার্কিন শুল্কযুদ্ধের মাঝে ভারতের নয়া নিষেধাজ্ঞা, কোপের মুখে বাংলাদেশের রপ্তানি

তবে বিরোধীরা এতেও কটাক্ষ করতে থেমে থাকছে না। কারণ বিরোধীদলগুলি দাবি করছে, এমন ভুল নির্বাচন কীভাবে হয়? তারা অভিযোগ করছে, যদি এক মহিলার বয়স 124 বছর হয়, তাহলে আরো অনেক ভুয়ো নাম ভোটার তালিকায় থাকতে পারে। কারণ 124 বছর বয়সে সাধারণত কারোর অস্তিত্বই থাকে না। এটুকু ভুল আধিকারিকদের দেখে নেওয়া উচিত ছিল।

Leave a Comment