প্রীতি পোদ্দার, কলকাতা: SIR তালিকায় খসড়া পত্র বেরোতেই ধুন্ধুমার কাণ্ড একাধিক বিধানসভা কেন্দ্রে। নাম বাদ পড়েছে একাধিক ভোটারের। তা নিয়ে বেশ কয়েক জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। এবার SIR নিয়ে তুমুল তরজা শুরু হল ডানকুনিতে (Dankuni)। জীবিত তৃণমূল কাউন্সিলরকে SIR খসড়া তালিকায় মৃত দেখাল! আর তার জেরেই এবার কমিশনের বিরুদ্ধে শ্মশানে গিয়ে শুরু হল অভিনব প্রতিবাদ! চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকা জুড়ে।
তালিকায় জীবিত ভোটারকে দেখাচ্ছে মৃত!
স্থানীয় রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর ১২ টায় পশ্চিমবঙ্গের ভোটারদের খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। তবে তার আগে কমিশনের তরফে বুথভিত্তিক মৃত এবং স্থানান্তরিতদের তালিকা প্রকাশ করা হয়েছিল। আর সেই তালিকায় এবার নাম উঠে এল ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দের নাম। তালিকায় সকাল সকাল নিজেকে ‘মৃত’ দেখে হতবাক তিনি। যা নিয়ে তুমুল হইচই পড়েছে ডানকুনি এলাকায়। এরপরই এই ঘটনার প্রতিবাদ জানাতে তিনি ছোটেন কালিপুর শ্মশানে। তাঁর আবেদন, আধিকারিকেরা এসে তাঁকে যেন চুল্লিতে ঢুকিয়েই দেন!
কমিশনের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কাউন্সিলরের
আজ সকালে তৃণমূল কাউন্সিলর সূর্য দে, তাঁর সহকর্মীদের সঙ্গে নিয়ে শশ্মানে যান, সেখানে সূর্য বাবু দাবি করেন যে, “ইলেকশন কমিশন যখন আমাকে মৃত দেখিয়ে দিয়েছে, তখন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার এসে আমার সৎকার করুন।” তাঁর আরও অভিযোগ, “নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে আমরা অনেক আগে থেকেই অভিযোগ করেছিলাম। নির্বাচনের আগে মানুষকে হয়রান করার জন্য এসব করা হচ্ছে। বৈধ ভোটারকে বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। আর এই ঘটনা তারই প্রমাণ।”
আরও পড়ুন: খসড়া তালিকায় ভবানীপুরে বাদ শতাধিক ভোটার! কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা
তৃণমূল কাউন্সিলর সূর্য দে সংবাদমাধ্যমে অভিযোগ তুলেছেন যে, তিনি সঠিক তথ্য দিয়ে নির্দিষ্ট সময়ে এনুমারেশন ফর্ম পূরণ করেছিলেন। এমনকি জমাও দিয়েছেন বুথস্তরের আধিকারিকের কাছে। তার পরেও এমন ভাবে তাঁকে ‘মৃত’ দেখানোর নেপথ্যে বিরোধীদের ‘চক্রান্ত’ দেখছেন বলে জানান সূর্য। তাই এর সঠিক জবাব দিতেই হবে কমিশনকে এমনই দাবি করেন তিনি। এদিকে দিনকয়েক আগেই বুথভিত্তিক মৃত এবং স্থানান্তরিতদের তালিকা প্রকাশ করেছিল কমিশন। তবে এত দিন সেই তালিকা দেখেননি সূর্য। কিন্তু আজ খসড়া তালিকায় খুঁজতে গিয়ে মৃত এবং স্থানান্তরিতদের তালিকায় নিজের নাম দেখতে পান তিনি! তখনই কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।