ভোটের আগই ৭০০০ পদে নার্স, ডাক্তার, শিক্ষক পদে নিয়োগ! নোটিশ পশ্চিমবঙ্গ সরকারের, চাকরির খবর

WB Government Job

সৌভিক মুখার্জী, কলকাতা: স্বাস্থ্য পরিষেবাকে আরো মজবুত করতে বদ্ধ পরিকর পশ্চিমবঙ্গ সরকার। সেই লক্ষ্যে এবার বিরাট পদক্ষেপ। হ্যাঁ, রাজ্য সরকার ঘোষণা করেছে, চিকিৎসক, নার্স ও সহকারী অধ্যাপক মিলিয়ে এবার মোট 7000 শূন্যপদে নিয়োগ (WB Government Job) করা হবে। আর ভোটের আগেই এই নিয়োগ সম্পন্ন করার লক্ষ্যমাত্র নির্ধারণ করেছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড।

কোন কোন পদে নিয়োগ করা হবে?

ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের নির্দেশিকা অনুযায়ী, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পদে মোট 1287 জন, নার্স পদে 5080 জন এবং সহকারী অধ্যাপক পদে 621 জন কর্মী নিয়োগ করা হবে। আগামী 2026-এর বিধানসভা নির্বাচন অর্থাৎ মার্চ মাসের মধ্যেই এই গোটা প্রক্রিয়া শেষ করা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, গত কয়েক বছরে রাজ্যের এমবিবিএস ও স্নাতকোত্তর আসনের সংখ্যা অনেকটাই বেড়েছে। ফলে ছাত্র ও শিক্ষকের অনুপাত বাড়লেও বিশেষ করে গ্রামীণ মেডিকেল কলেজগুলোতে শিক্ষকের সংকট লক্ষ্য করা যাচ্ছে। আর সেই লক্ষ্য পূরণ করতেই ইএনটি, চেস্ট মেডিসিন, সংক্রামক রোগের মতো গুরুত্বপূর্ণ বিভাগে এবার সহকারী অধ্যাপক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও সুস্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়নের জোর দিয়েছে রাজ্য সরকার। নতুন ডাক্তারদের মধ্যে একটি বড় অংশকেই এবার গ্রামীণ এলাকায় পাঠানো হবে, যাতে সেখানকার চিকিৎসা পরিষেবা আরো উন্নত হয়। এমনকি তিন বছর পর আবারো মেডিকেল অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা মূলত গ্রাম অঞ্চলের স্বাস্থ্য পরিষেবাকে আরো মজবুত করবে, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ সিঙ্গুরকাণ্ডে টাটাকে দিতেই হবে ৭৬৬ কোটির ক্ষতিপূরণ! রায় সুপ্রিম কোর্টের

থেকে যাচ্ছে কিছু চ্যালেঞ্জ

তবে হ্যাঁ, রাজ্যের ওবিসি তালিকা নিয়ে আদালতে মামলা থাকায় কিছু নিয়োগ প্রক্রিয়ায় অনিশ্চয়তা লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা মনে করছে, পুরুষ নার্সের সংখ্যা রাজ্যে তুলনামূলকভাবে অনেকটাই কম, যা নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। যদিও রাজনৈতিক মহল মনে করছে, এই নিয়োগ প্রক্রিয়া ভোটের আগে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরো উন্নত করবে। পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

Leave a Comment