ভোটের আগে জনদাবি পূরণে জেলায় জেলায় যাবে আধিকারিকরা! বিজ্ঞপ্তি জারি নবান্নের

Nabanna Notice

সৌভিক মুখার্জী, কলকাতা: বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগেই সাধারণ মানুষের চাহিদা, সমস্যা এবং মৌলিক প্রয়োজন মেটাতে তৎপর হল নবান্ন। বুধবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ একটি বিজ্ঞপ্তি (Nabanna Notice) প্রকাশ করেছে। আর সেখানে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যকে ৬ ভাগে ভাগ করে মোট ২৩ জন শীর্ষ আধিকারিককে জেলাভিত্তিক দায়িত্বে নিয়োগ করা হবে। উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি এবং অভিযোগ নিষ্পত্তি করার কাজই হবে তাঁদের মূল উদ্দেশ্য।

রাজ্য সরকারের নয়া উদ্যোগ

এদিন নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, এই আধিকারিকরা পশ্চিমবঙ্গে চালু হওয়া বিভিন্ন রকম সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের তদারকি করবে। সে বাংলার বাড়ি প্রকল্প হোক কিংবা পথশ্রী বা অন্য যে কোনও সমাজকল্যাণ মূলক প্রকল্প। কাজ কতটা এগোচ্ছে, কীভাবে বাস্তবায়ন হচ্ছে সেগুলি বিস্তারিত খতিয়ে দেখবে তাঁরা। এমনকি ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ উদ্যোগের আওতায় চিহ্নিত সমস্যাগুলি এবং কাজগুলি তাঁরা পর্যালোচনা করবে। সাধারণ মানুষ এতে প্রচুর উপকৃত হবে।

এদিকে বিভিন্ন জেলার বাসিন্দাদের অভিযোগ কতটা সমাধান হচ্ছে তাও তদারকি করবে আধিকারিকরা। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া যাতে আরও দ্রুত এবং স্বচ্ছ হয় এবং উন্নয়নমূলক কাজে কোনওরকম বাধা সৃষ্টি না হয়, তার জন্য ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলি বাস্তবায়নে কোথাও যেন ফাঁকফোকর না থাকে, সেদিকে নজর রাখতে হবে। সবথেকে বড় ব্যাপার, তাঁরা জেলাশাসক, পঞ্চায়েত ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে রেখেই এই কাজ করবেন।

আরও পড়ুন: মধ্যবিত্তদের সুখবর শুনিয়ে সোনা, রুপোর দামে পতন! আজকের রেট

এ বিষয়ে নবান্নের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, ভোটের আগেই সাধারণ মানুষের দাবিগুলি নিষ্পত্তি করতে হবে। প্রশাসন সর্বোচ্চ তৎপরতা দিয়েই এই বিষয়গুলি খতিয়ে দেখবে। কারণ, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করলেই সরকারের উপর ভরসা আরও বাড়বে। এ বিষয়ে মুখ্য সচিবকে বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী জেলাভিত্তিক আধিকারিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে সরকারি প্রকল্পগুলিতে যে আরও গতি আসবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment