প্রীতি পোদ্দার, কলকাতা: আগামীকাল অর্থাৎ ১০ জানুয়ারি, শনিবার থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর মেলা। প্রস্তুতি প্রায় শেষ, ইতিমধ্যেই সেজে উঠেছে গোটা চত্বর ৷ মুখ্যমন্ত্রী-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা পর্যবেক্ষণ করে গিয়েছেন এলাকা এবং নিরাপত্তা ব্যবস্থা৷ বাড়ানো হয়েছে পুণ্যার্থীদের জন্য নিরাপত্তার কড়াকড়ি ৷ এমতাবস্থায় গঙ্গাসাগর মেলা শুরুর আগেই ঘটে গেল অগ্নিকাণ্ড (Fire Breaks Out At Gangasagar)। একাধিক অস্থায়ী ছাউনিতে আচমকাই আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
ঠিক কী ঘটেছিল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ, শুক্রবার ভোরে গঙ্গাসাগর মেলায় কপিলমুনির মন্দির সংলগ্ন ২ নম্বর রাস্তার পাশে তৈরি হওয়া একাধিক অস্থায়ী ছাউনিতে আচমকাই আগুন লাগে। দাউ দাউ করে জ্বলছিল একের পর এক অস্থায়ী ছাউনিগুলি। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় ছাউনিগুলি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন এবং ‘ফায়ার ফাইটিং বাইক’। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গাসাগরে আগত পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে । আগুন লাগার সঠিক কারণ এখনো জানা না গেলেও, প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট অথবা রান্নার উনুন থেকে এই বিপত্তি ঘটতে পারে।
ঘটনাস্থলে পৌঁছন সাগরের বিডিও
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে যখন গোটা এলাকা কুয়াশাচ্ছন্ন ছিল, তখনই একটি ছাউনি থেকে আগুনের সূত্রপাত হয় । ছাউনিটি শুকনো হোগলা পাতা দিয়ে তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে এবং একের পর এক ছাউনি গ্রাস করতে থাকে। স্থানীয় বাসিন্দারা প্রথমে বালতি করে জল ঢেলে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় তা নেভানো সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও-সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
আরও পড়ুনঃ হুগলী থেকে পুরুলিয়া, বিষ্ণুপুর ট্রেন! এই দিন উদ্বোধন হতে পারে জয়রামবাটি স্টেশনের
দ্রুত ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছে প্রশাসন
প্রশাসনের তরফ থেকে এখনো কিছু জানা না গেলেও, ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ, তথ্য ও সংস্কৃতি দফতর, সংবাদমাধ্যম এবং বজরং পরিষদের একাধিক অস্থায়ী শিবির। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনও খবর নেই বলে জানা গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ বড় বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে আগামীকাল থেকেই শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। তাই স্বাভাবিকভাবে এই অগ্নিকাণ্ড ঘিরে নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
গঙ্গাসাগরে পুলিশ কন্ট্রোল রুম আগুনে ভষ্মীভূত হয়ে গেলো !
লক্ষণ কিন্তু ভালো নয় !! pic.twitter.com/FeFgCEuLTY
— Suvendu Adhikari (@SuvenduWB) January 9, 2026
আরও পড়ুন: এবার ইডির বিরুদ্ধে হাইকোর্টে তৃণমূল! আজই শুনানি, রাজ্য জুড়ে মিছিলের ডাক মমতার
সাগর ব্লকের বিডিও কানাইয়া কুমার রাও জানান, “এলাকাবাসী এবং দমকলকর্মীদের যৌথ সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয় । এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷” অন্যদিকে সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা বলেন, “মেলা শুরুর পূর্ব মুহূর্তে একটা খারাপ ঘটনা ৷ তবে একদিক থেকে ভালো কারণ মেলা চলাকালীন ঘটলে বিপত্তি বেশি হত।”