সহেলি মিত্র, কলকাতাঃ সিউড়ি (Suri), বীরভূম জেলার এক গুরুত্বপূর্ণ জায়গা। বহু মানুষের বাস এখানে। বর্তমানে এমন কোনও এলাকা হয়তো খুব কমই আছে যেখানে সমস্যা নেই। যার মধ্যে রয়েছে এই সিউড়িও। তবে আর নয়, এর কারণ পশ্চিমবঙ্গ সরকারের তরফে সিউড়ি পুরো নকশা বদলে দিতে চলেছে। একের পর এক উন্নয়নমূলক কাজ হতে চলেছে বীরভূম জেলার অন্তর্গত এই জায়গায়। কাজ হবে কয়েক কোটি টাকার। একদম নতুন সিউড়ি পেয়ে যাবেন বসবাসকারী মানুষ।
সিউড়ির জন্য বরাদ্দ হল ৮ কোটি ২০ লক্ষ টাকা
জানা গিয়েছে, সিউড়ি পৌরসভা এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের অধীনে ৮ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এদিকে এত বড় অঙ্কের বরাদ্দ পেয়ে বেজায় খুশি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। তাঁর দাবি, পৌরসভার সঙ্গে দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতায় এই প্রথম একসঙ্গে এত বড় অঙ্কের টাকা উন্নয়নমূলক কাজে বরাদ্দ হল।
কবে থেকে কাজ শুরু হবে?
নিশ্চয়ই ভাবছেন কবে থেকে এলাকার উন্নয়নের কাজ শুরু হবে? পুরসভা সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দু’-এক দিনের মধ্যেই কাজ শুরু হবে এবং এক মাসের মধ্যে সমস্ত কাজ শেষ করার লক্ষ্যমাত্রা অবধি নেওয়া হয়েছে। জানিয়ে রাখি, সিউড়ি শহরের ২১টি ওয়ার্ড ও ৮২টি বুথ মিলিয়ে মোট ৩৮২টি উন্নয়নমূলক কাজ হবে। এর মধ্যে ১৬৯টি রাস্তার কাজ হবে, সেইসঙ্গে ড্রেন সংস্কার, পানীয় জল ব্যবস্থা, স্ট্রিট লাইট, হাই মাস্ট ও এলইডি লাইট বসানোর কাজও অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুনঃ টাইম নিয়ে চিন্তা শেষ! বদলে গেল ট্রেনের টিকিট কাটার সময়, বিরাট সিদ্ধান্ত রেলের
এই প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘প্রতিটি কাজের জায়গায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ব্যানার টাঙানো থাকবে, যেখানে কাজের বিবরণ ও ব্যয়ের পরিমাণ উল্লেখ থাকবে। তিনি নাগরিকদের অনুরোধ করেন, দলমত নির্বিশেষে সবাই যেন নিজের পাড়ার কাজ নিজেরাই নজরদারি করেন, যাতে ভবিষ্যতে কাজের মান নিয়ে কোনও অভিযোগ না ওঠে।’
স্কুল, কলেজ নিয়েও বড় ভাবনা প্রশাসনের
সিউড়ি শহরের বিভিন্ন স্কুল, কলেজ, আশ্রম এবং একটি চার্চে উন্নত মানের শৌচাগার নির্মাণের জন্য ডিপিআর অনুমোদন পেয়েছে এবং টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান। এর পাশাপাশি শহরে সাংসদের তহবিল থেকে বসানো ৮৮টি সিসিটিভি ক্যামেরা বর্তমানে চালু রয়েছে।