ভ্যাপসা গরমের সাথে বৃষ্টি! সঙ্গে বইবে ৩০-৪০ কিমি বেগে হাওয়া, আগামীকালের আবহাওয়া

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: কখনও ঝলমলিয়ে রোদ তো কখনো আবার ঝমঝমিয়ে বৃষ্টি (Weather Update), আর এই ঝড় বৃষ্টির মাঝেই এবার পুজোতেও বৃষ্টির সম্ভাবনা আগে থেকেই জানিয়ে দিল হাওয়া অফিস। যা নিয়ে বেজায় দুশ্চিন্তায় সকলে। কারণ এখনও বাকি পুজোর শপিং। এদিকে বৃষ্টি পিছু ছাড়ছে না বাংলার। এবার সেই নিয়ে আরও বড় আপডেট দিল হাওয়া অফিস।

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি দুর্গাপুজোর। কিন্তু এখনও আবহাওয়া নিয়ে তেমন সুখবর শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। শ্রাবণ পেরিয়ে গেলেও ভাদ্রে এখনো বর্ষা সক্রিয়। সেক্ষেত্রে নতুন করে এখনই কোনও নিম্নচাপ অঞ্চল তৈরি না হলেও সক্রিয় মৌসুমি অক্ষরেখা থেকে গিয়েছে। যে কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাই রাজ্যে এখন বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় রয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোন সতর্কতা নেই। তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর ফলে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও তীব্র হবে। তবে আগামী সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ফের অনেকটা বাড়বে।সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: জেলে বসেই কারসাজি শাহজাহানের! তদন্ত করতে সন্দেশখালি ছুটল CBI

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। টানা শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে জলপাইগুড়িতে। এ ছাড়া আলিপুরদুয়ার, কালিম্পঙ, কোচবিহার এবং দার্জিলিঙেও মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

Leave a Comment