মকর সংক্রান্তিতেও রুদ্র রূপ থাকবে শীতের! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

South Bengal Makar Sankranti

প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পোহালেই আগামীকাল পৌষ সংক্রান্তি। এদিকে পৌষের পালা শেষ হলেও এখনই ঠাণ্ডার থেকে মুক্তি পাচ্ছে না রাজ্যবাসী। উল্টে সংক্রান্তির আগের দিন থেকেই দক্ষিণবঙ্গে (South Bengal) সর্বোচ্চ তাপমাত্রা আরও কমতে শুরু করেছে। যদিও আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল যে, মকর সংক্রান্তিতেও রাজ্যজুড়ে তীব্র শীতের দাপট বজায় থাকবে। আর তার সঙ্গে থাকবে কুয়াশার সতর্কতা।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে আগামী বৃহস্পতিবার নতুন করে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। যদিও এই ঝঞ্ঝার প্রভাব একদমই পড়বে না বঙ্গের আবহাওয়াতে। কারণ, আজ অর্থাৎ মঙ্গলবার বিকেল থেকেই রাজ্যে শুরু হয়ে যাবে উত্তুরে হাওয়ার দাপট। যার ফলে আগামী দু’দিনে তাপমাত্রা আরও নামার সম্ভাবনা রয়েছে। সংক্রান্তিতেও থাকবে কাঁপুনি দেওয়া ঠান্ডা। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার, মকর সংক্রান্তির দিন জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তুরে হাওয়ার দাপটে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি নীচে থাকবে। তবে সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় হেরফের হবে না। ফলে পৌষ মাসের শেষ লগ্ন এবং মাঘ মাসের শুরুতে ফের একবার তীব্র শীতের কবলে পড়তে চলেছে গোটা দক্ষিণবঙ্গ। পাশাপাশি, রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতাও রয়েছে। আগামী চার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে।

আরও পড়ুন: প্রতীক জৈনের বাড়িতে কী করেছিলেন মুখ্যমন্ত্রী? ছবি দিয়ে সুপ্রিম করতে বড় দাবি ED-র

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের প্রকোপ চরমে। পাহাড়ি শহর দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে যাচ্ছে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসে। রাত হলেই তুষারপাত হয়ে চলেছে। এমনকি কালিম্পং ও সংলগ্ন এলাকাতেও তীব্র শীতের দাপট অব্যাহত। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী অন্তত এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রার বড় কোনও পরিবর্তন নেই। এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাগুলিতেও কনকনে ঠান্ডা অনুভূত হবে। বেশ কয়েকটি জেলায় আগামী কয়েক দিন কুয়াশার প্রভাব থাকতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। যার মধ্যে অন্যতম হল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর।

Leave a Comment