প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে প্রায় প্রতি দিনই রাতদিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েই চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কখনও মুষলধারে বৃষ্টি তো কখনও আবার ঝিরঝিরে বৃষ্টি। যার জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলায়। ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার অবস্থানের কারণেই এই দুর্যোগ। তবে এবার সেই বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।
আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী এইমুহুর্তে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। অর্থাৎ মৌসুমি অক্ষরেখাটি বিহারের ছাপড়া থেকে জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত থাকতে চলেছে। যার ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। বাড়বে অস্বস্তিকর গরম। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এইমুহুর্তে দক্ষিণবঙ্গে নেই, কিন্তু আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। বাড়বে নদীর জলস্তরও। একনজরে দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের শেষ বুলেটিন অনুযায়ী, মৌসুমি অক্ষরেখার দাপট কম হওয়ার কারণে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সব জেলাতে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আগামী বুধবার ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
আরও পড়ুন: সেপ্টেম্বর থেকে আর ATM-এ মিলবে না ৫০০ টাকার নোট? তথ্য দিল সরকার
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। যার জেরে ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর জেলাতে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। বইবে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। আগামী শুক্রবার, শনিবার এবং রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।