প্রীতি পোদ্দার, কলকাতা: অনির্বাণের ‘হুলিগানইজম’ নিয়ে এবার তোলপাড় রাজনৈতিক ময়দান! মঞ্চে দাঁড়িয়ে সনাতন ধর্মকে নিয়ে মন্তব্য করায় গায়ক তথা অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) বিরুদ্ধে FIR দায়ের করলেন বিজেপি নেতা তথা হাইকোর্টের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। বঙ্গ রাজনীতির ৩ ঘোষকে নিয়ে গান করে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নতুন ব্যান্ড এখন সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং। কিন্তু সেই ট্রেন্ডিংয়ে এবার গা না ভাসিয়ে রুদ্রনীলের পর ক্ষোভ প্রকাশ করলেন আরও এক বিজেপি নেতা।
ট্রেন্ডিংয়ে হুলিগানইজম!
কয়েক দিন ধরেই অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ডের নতুন গানের ঝড়ে তোলপাড় নেটদুনিয়া। মঞ্চে দাঁড়িয়ে কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, শতরূপ ঘোষ বঙ্গ রাজনীতির এই তিন নেতাকে একই সুরে গেঁথে ফেলেছেন অনির্বাণ। এখানেই শেষ নয়, নরেন্দ্র মোদীর পেনশন থেকে শুরু করে, হিন্দু রাষ্ট্র, আচ্ছে দিন সব কিছু মিলিয়ে তৈরি হয়েছিল গান। আর সেই গানের ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় রাজনৈতিক মহলেও এখন তুমুল আলোচনা। তবে এই নিয়ে আক্ষেপ করেননি শতরূপ ঘোষ এবং কুণাল ঘোষ। উল্টে গানের সেই ভিডিও শেয়ার করে অনির্বাণের প্রশংসায় পঞ্চমুখ তাঁরা। তাঁদের কথায়, “শিল্পীরা স্বাধীনভাবে মতামত দেবেন, এটাই স্বাভাবিক।” কিন্তু সেই ভাবনা অন্যরকম ঠেকেছে গেরুয়া শিবিরে।
অনির্বাণ এর বিরুদ্ধে FIR দায়ের
‘হুলিগানইজম’ -এর গানের একটি ভিডিওতে অনির্বাণ ভট্টাচার্যকে বলতে শোনা গিয়েছিল যে, “সনাতন এসে গিয়েছে.. আর সনাতনী?..সনাতন মানে আমি সনাতন ধর্মের কথা বলছি…আসেনি তো এখনও? সনাতন ভারতে পৌঁছাতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে..সবাই এগিয়ে যায়.. আমরা পিছিয়ে যাব!” আর এই কথাতেই রেগে বোম বিজেপি দলের একাংশ। হিন্দু ধর্মকে নিয়ে এইভাবে কটাক্ষ করায় তাই এবার রেগে গিয়ে FIR দায়ের করলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। আজ অর্থাৎ বুধবার তাঁর এক্স হ্যান্ডেল তরুণজ্যোতি একটি পোস্ট শেয়ার করেন। যেখানে তিনি লিখেছিলেন, “ গত ৩১ আগস্ট, কলকাতার বিশ্ববাংলা মেলার প্রাঙ্গণে অনির্বাণ ভট্টাচার্য একটি ‘হুলি-গান-ইজম’ ব্যান্ড নিয়ে গান গেয়েছিলেন। কিন্তু তিনি মঞ্চে দাঁড়িয়ে সনাতন ধর্মকে কটাক্ষ করেছিলেন। তাই সেই ঘটনার প্রতিবাদে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করলাম।”
. @KolkataPolice I have filed a complaint against Bengali band Hooliganism & its lead singer Anirban Bhattacharya for mocking Sanatan Dharma at Biswa Bangla Mela Pangan on 31st Aug. Their act deliberately hurt religious sentiments & promoted enmity. Request strict action. pic.twitter.com/qVbr1QztgC
— Tarunjyoti Tewari (@tjt4002) September 2, 2025
আরও পড়ুন: কেন হঠাৎ আত্মসমর্পণের পথে হাঁটলেন অঙ্কিতা, পরেশ অধিকারী? স্পষ্ট হল কারণ
প্রসঙ্গত, অনির্বাণ ভট্টাচার্যের ‘হুলিগানইজম’ নিয়ে শুধু যে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি মন্তব্য করেছেন তা নয়, এর সঙ্গেই সনাতনী ধর্মকে কটাক্ষ করায় ক্ষেপে উঠেছেন আরও এক বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তিনি অনির্বাণের এই বাংলা ব্যান্ডের প্রস্তাবনাকে অসচেতন, জ্ঞানহীন বলেও কটাক্ষ করেছিলেন তিনি। যদিও এই নিয়ে দিলীপ ঘোষের নাম গানের ঘোষ তালিকায় থাকলেও তিনি এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেখাননি।