প্রীতি পোদ্দার, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে SIR এর খসড়া ভোটার তালিকা তৈরির সময় থেকেই মতুয়া সম্প্রদায়ের অস্তিত্ব নিয়ে একের পর এক প্রশ্ন উঠে আসছিল। এরপর খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই দেখা গিয়েছে অনেক মতুয়ার নাম নেই তালিকায়। যার ফলে রাজনৈতিক পারদ বেশ বেড়েছে। এমনকি কলকাতা থেকে প্রধানমন্ত্রীর অডিও বার্তাতেও মতুয়াদের নিয়ে কোনো কথা বলতে শোনা যায়নি। স্বাভাবিকভাবেই নাগরিকত্ব নিয়ে বেশ আতঙ্কিত মতুয়ারা। যার ফলে আন্দোলনের পথে হেঁটেছে মতুয়াদের একাংশ। এবার সেই মতুয়াদের নিয়ে মুখ খুললেন অমিত শাহ (Amit Shah)।
বাংলার সংস্কৃতির পুনর্জন্মের প্রতিশ্রুতি অমিতের
সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন, তাই SIR আবহে তিন দিনের জন্য কলকাতায় এসেছেন অমিত শাহ। এইমুহুর্তে এসআইআর আর অনুপ্রবেশ ইস্যু নিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। তাই সেই প্রেক্ষাপটে সাংবাদিক বৈঠকে তৃণমূল সরকারকে নিশানা করলেন অমিত শাহ। তিনি জানালেন, ‘আজ মমতার নেতৃত্বে পুরো বাংলার বিকাশ থমকে। মোদির সব যোজনা পুরো দেশে গরিবের উন্নয়ন করছে, এখানে সিন্ডিকেট চলছে। ১৪ বছর ধরে ভয় ও দুর্নীতি, বাংলার পরিচয় হয়ে দাঁড়িয়েছে। বিজেপি সরকারের সঙ্কল্প ১৫ এপ্রিল, ২০২৬-এর পর যখন বিজেপির সরকার হবে, তখন বাংলার সংস্কৃতির পুনর্জন্মের চেষ্টা করব।” এমনকি মতুয়াদের আশ্বস্ত থাকার নিদানও দিলেন তিনি।
মতুয়াদের উদ্দেশে কী বললেন অমিত?
মঙ্গলবার কলকাতার সাংবাদিক বৈঠকে ওপার বাংলা থেকে আসা হিন্দু শরণার্থীদের চিন্তা মুক্ত থাকার কথা বললেন অমিত শাহ। তিনি সাফ জানিয়েছেন, “মতুয়াদের ভয়ের কোনও কারণ নেই। কেউ ওদের ক্ষতি করতে পারবে না। যারা শরণার্থী হয়ে বাংলায় এসেছে। তাঁদের সকলকে নাগরিকত্ব দেওয়া হবে।” শান্তনু ঠাকুরকে পাশে নিয়েই তিনি জানিয়েছেন, “মতুয়াদের ভয়ের কোনও কারণ নেই। যারা শরণার্থী হয়ে বাংলায় এসেছে, কেউ ওদের ক্ষতি করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ও পারবেন না। তাঁদের সকলকে নাগরিকত্ব দেওয়া হবে।” যদিও বিজেপির তরফে থেকে এর আগে বারবার আশ্বাস দেওয়া হয়েছিল যে মতুয়াদের চিন্তার কোনও কারণ নেই। কিন্তু সম্প্রতি শান্তনু ঠাকুরের মন্তব্যে ক্ষিপ্ত হয়ে উঠেছিল মতুয়ারা।
আরও পড়ুন: মেসির সঙ্গে ছবি তোলায় কুমন্তব্য শুভশ্রীকে! বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত
প্রসঙ্গত, মতুয়াদের আশ্বস্ত করতে শান্তনু ঠাকুরের নেতৃত্বে মতুয়া কার্ডও বিলি করা হয়। কিন্তু পরবর্তীতে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলে দেখা যায়, বহু মতুয়াদের নাম তাতে নেই। এরপরই শান্তনু ঠাকুরের মুখে ১ লক্ষ মতুয়াদের নাম বাদ যাওয়ায় কথা উঠতেই রীতিমত ঝাঁঝিয়ে উঠেছিল মতুয়ারা। তারপরেই গাইঘাটার ঠাকুরবাড়িতে প্রতিবাদ সভার ডাক দিয়েছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের আরেক সংঘাধিপতি তথা তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। সেই নিয়েও বেশ ঝামেলা শুরু হয়েছিল। এরপর আগামী ৫ জানুয়ারী পথ ধর্মঘটের ডাক দিয়েছেন মমতাবালাপন্থী মতুয়ারা। তবে আশা করা যাচ্ছে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মতুয়াদের উদ্দেশ্যে যে ভরসা দিলেন তাতে খানিকটা হলেও চিন্তা মুক্ত হয়েছেন সকলে।