মধ্যবিত্তদের পকেটে ছ্যাঁকা লাগাচ্ছে রুপো, ধরাছোঁয়ার বাইরে আজকের সোনার দাম

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের ঊর্ধ্বগতি সোনার বাজার! এই নিয়ে টানা চারদিন দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Price)। এদিকে রুপোর দর শুনলে আজ মধ্যবিত্তদের গায়ে ছ্যাঁকা লাগবে। কারণ আজ এক ধাক্কায় প্রায় 2000 টাকা ঊর্ধ্বগতি সাদা ধাতুর বাজার দর। কিন্তু কেন এত চড়ছে সোনা রুপোর দাম? কোন শহরে কতই বিকোচ্ছে আজ সোনা রুপো? সবটা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

22 ক্যারেট হলমার্ক সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে 22 ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 93,300 টাকায়, যা গতকালের থেকে 150 টাকা ঊর্ধ্বগতি।

➣ আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 91,060 টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 91,210 টাকায়। 

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 91,110 টাকায়।

24 ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে 24 ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,150 টাকায়, যা গতকালের থেকে 150 টাকা ঊর্ধ্বগতি।

➣ আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 99,340 টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 99,490 টাকায়। 

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 99,390 টাকায়।

18 ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,510 টাকায়।

➣ আজ চেন্নাইতে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 75,160 টাকায়। 

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,510 টাকায়। 

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,630 টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,550 টাকায়।

আজ রুপোর বাজার দর

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি 1,08,300 টাকায়, যা গতকালের তুলনায় 1650 টাকা ঊর্ধ্বগতি।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,21,100 টাকায়। 

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,11,100 টাকায়।

আরও পড়ুনঃ মাসে মিলবে ১০,০০০ টাকা পেনশন! অবসর জীবন হবে আরামদায়ক

এখনই কি বিনিয়োগ করবেন?

যারা সোনা কিনবেন বা বিনিয়োগ করবেন বলে ভাবছিলেন, তাদের কপালে দিনের পর দিন চিন্তার ভাঁজ পড়ছে। কারণ এই নিয়ে প্রায় এক সপ্তাহ ঊর্ধ্বগতি সোনার বাজার দর। ওদিকে রুপো দরও ছ্যাঁকা লাগাচ্ছে। ফলে কিছুদিন অপেক্ষা করে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। তবে বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন।

Leave a Comment