সৌভিক মুখার্জী, কলকাতা: শহরের রাস্তায় ছাপ ফেলতে এবার দুটি ধামাকাদার বাইক লঞ্চ (Honda Bike Launched) করল হোন্ডা। হ্যাঁ, হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া সাম্প্রতি কলকাতায় আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে নতুন CB125 Hornet ও Shine 100 DX মডেলদুটি। সংস্থাটি জানিয়েছে, গ্রাহকদের জন্য ইতিমধ্যে এই বাইক ডেলিভারি শুরু হয়ে গিয়েছে।
দাম কত এই মডেল দুটির?
বেশ কয়েকটি রিপোর্ট মারফৎ জানা গিয়েছে, CB125 Hornet বাইকটির অফারে দাম রাখা হয়েছে 1,12,000 টাকা, আর Shine 100 DX বাইকটির দাম রাখা হয়েছে মাত্র 75,950 টাকা। ফলে মধ্যবিত্তদের নাগালের মধ্যে সেরা বাইক হতে চলেছে এগুলি।
নতুন প্রজন্মের জন্য দেশ CB125 Hornet
স্পোর্টি ডিজাইন আর ঝকঝকে পারফরম্যান্সের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে হোন্ডার CB125 Hornet মডেলটি। হ্যাঁ হোন্ডা, একে বলছে “Ride Your Edge”। জানা যাচ্ছে, এই বাইকটি চারটি আকর্ষণীয় রঙে বাজারে এসেছে। আর সেগুলি হল—পার্ল সাইরেন ব্লু উইথ লেমন আইস ইয়েলো, পার্ল ইগ্নিয়াস ব্ল্যাক, পার্ল সাইরেন ব্লু উইথ অ্যাথলেটিক ব্লু মেটালিক এবং পার্ল সাইরেন ব্লু উইথ স্পোর্টস রেড।
এই বাইকের উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে ইউএসডি ফ্রন্ট ফর্ক, ফুল এইচডি লাইটিং সিস্টেম, 4.2 ইঞ্চি টিএফটি ডিসপ্লে, ইউনিভার্সাল টাইপ সি চার্জিং পোর্ট, 240 মিলিমিটার পেটাল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস।
পাশাপাশি এই বাইকটিতে রয়েছে একটি 123.94 সিসির সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। এই ইঞ্জিনটি 8.2 কিলোওয়াট শক্তি এবং 11.2 Nm টর্ক উৎপন্ন করে। রয়েছে ফাইভ স্পিড গিয়ারবক্স। পাশাপাশি এই ইঞ্জিন মাত্র 5.4 সেকেন্ডেই 60 কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারবে।
ঐতিহ্য আর আধুনিকতাই মোড়া Shine 100 DX
অন্যদিকে Shine 100 DX মডেলটি একেবারে নতুন স্টাইলিং আর আধুনিক টেকনোলজি নিয়েই বাজারে এসেছে। সাইন ব্র্যান্ডের ঐতিহ্য বজায় রেখেই একে নতুন রূপ দেওয়া হয়েছে। এই বাইকটি চারটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। আর সেগুলি হল—পার্ল ইগ্নিয়াস ব্ল্যাক, ইম্পেরিয়াল রেড মেটালিক, অ্যাথলেটিক ব্লু মেটালিক এবং জেনি গ্রে মেটালিক।
বাইকটিতে রয়েছে নতুন ডিজাইনের হেড ল্যাম্প, আকর্ষণীয় বডি গ্রাফিক্স এবং সম্পূর্ণ কালো ইঞ্জিন। পাশাপাশি ডিজিটাল এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া থাকছে, যেখানে রিয়েল টাইম মাইলেজ, ডিস্ট্যান্স-টু-এম্পটি এবং সার্ভিস রিমাইন্ডার সম্পর্কিত যাবতীয় তথ্য দেখা যাবে।
আরও পড়ুনঃ দেশের এই এক্সপ্রেসওয়েগুলিতে কাজ করবে না FASTag Annual Pass! দেখুন তালিকা
ইঞ্জিন এবং পারফম্যান্স
Shine 100 DX বাইকটিতে রয়েছে একটি 98.98 সিসি সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইনজেক্টিভ ইঞ্জিন। আর এখানে দেওয়া থাকছে হোন্ডার eSP প্রযুক্তি, যেটি 5.43 কিলোওয়াট শক্তি এবং 8.04 Nm টর্ক উৎপন্ন করতে পারে। উল্লেখ্য, এই বাইকটিতে রয়েছে ফোর-স্পিড গিয়ারবক্স।