মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে দাম কমল সোনার, রুপো নিয়ে দুঃসংবাদ! আজকের রেট

সৌভিক মুখার্জী, কলকাতা: সকালে বাজার খোলার সাথে সাথেই সুখবর শোনালো সোনা (Gold Price)। হ্যাঁ, গতকালের মত আজ কিছুটা হলেও দরপতন হয়েছে হলুদ ধাতুর। অন্যদিকে রুপো নিয়ে আজ খারাপ খবর।কারণ রুপোর দর আজ ঊর্ধ্বগতিতে ঠেকেছে। তবে কোন শহরে আজ কতই বিকোচ্ছে সোনা রুপো? এখনই কি বিনিয়োগ করার সঠিক সময়? সবটা রইল আজকের প্রতিবেদনে।

22 ক্যারেট হলমার্ক সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে 22 ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 93,000 টাকায়, যা গতকালের থেকে 50 টাকা দরপতন।

➣ আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 90,600 টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 90,750 টাকায়। 

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 90,650 টাকায়।

24 ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে 24 ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 97,800 টাকায়, যা গতকালের থেকে 100 টাকা দরপতন।

➣ আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,830 টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,980 টাকায়। 

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,880 টাকায়।

18 ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,130 টাকায়।

➣ আজ চেন্নাইতে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,750 টাকায়। 

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,130 টাকায়। 

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,250 টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,170 টাকায়।

আজ রুপোর বাজার দর

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি 1,08,300 টাকায়, যা গতকালের তুলনায় 200 টাকা ঊর্ধ্বগতি।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,20,000 টাকায়। 

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,10,000 টাকায়।

আরও পড়ুনঃ চাকরি পেলেই মিলবে ১৫,০০০ টাকা ভাতা! নয়া প্রকল্প কেন্দ্র সরকারের

এখনই কি বিনিয়োগ করবেন?

টানা ঊর্ধ্বগতির মধ্যে এই দুইদিন দরপতন বিনিয়োগকারীদের মুখে আবারো হাসি ফোটাতে পারে। তবে যারা গয়না হিসেবে সোনা কিনতে চাইছেন, তাদের আরো কিছুদিন অপেক্ষা করে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। কারণ সামনে হয়তো আরও দরপতন হতে পারে। তবে অবশ্যই বিনিয়োগ করার আগে বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন।

Leave a Comment