প্রীতি পোদ্দার, পাথরপ্রতিমা: বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন, তাই এখন থেকেই জোর কদমে ভোট প্রস্তুতির কাজে লেগে পড়েছে রাজনৈতিক দলগুলি। এমতাবস্থায় রাতের অন্ধকারে পাথরপ্রতিমায় (Patharpratima) দুষ্কৃতী তাণ্ডব ঘটল! নিমেষের মধ্যে একের পর এক দোকান, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মারা গিয়েছে একাধিক গবাদি পশু, তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি।
ঠিক কী ঘটেছিল?
স্থানীয় রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ বুধবার মধ্যরাতে পাথরপ্রতিমার গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকার দুর্গা গোবিন্দপুর এলাকায় রাতের অন্ধকারে কোনওরকমের প্ররোচনা ছাড়াই দুষ্কৃতী তাণ্ডব শুরু হয়। বেশ কয়েকটি বাইক, দোকান-বাড়ি এবং গোয়ালঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুড়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকটি গবাদি পশুর। তাণ্ডবের ঘটনায় বাদ যায়নি পাথরপ্রতিমার বিডিওর গাড়ি ও বেশ কয়েকটি বাইক। আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ নেমে পড়েন তাঁরা এবং খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বিশাল পুলিশ বাহিনী। পুলিশের দাবি, এই ঘটনা একজন দুষ্কৃতীর পক্ষে করা সম্ভব নয়। ফলে দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যে শুরু হয়েছে তল্লাশি। এলাকার সমস্ত সিসিটিভি খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। সকালে পরিস্থিতি পর্যালোচনা করতে পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা জানিয়েছেন, ”পাথরপ্রতিমায় এমন ঘটনা ঘটা বিস্ময়কর। এখনও পর্যন্ত এই ঘটনা কারা ঘটালো তার কোন সূত্র মেলেনি। পুলিশ তদন্ত করছে। যা বুঝলাম, একজন ব্যক্তির কাজ এটা নয়। একটা গ্যাং কাজ করেছে। কারণ একই সঙ্গে একই সময়ে একাধিক গ্রামবাসীর বাড়িতে হামলা চালানো একার পক্ষে সম্ভব নয়।”
আরও পড়ুন: দশম বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে বিহারের মসনদে নীতিশ কুমার!
পাথরপ্রতিমার স্থানীয়দের দাবি, এলাকায় বেশ কয়েকদিন ধরে দুষ্কৃতিদের আগমন দেখা যাচ্ছিল, গতকাল রাতে হঠাৎ করেই দুর্গা গোবিন্দপুর স্কুল মোড় এলাকায় বেশ কয়েকটি দোকান জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। কিন্তু কেন এইরূপ ঘটনা ঘটল তা আমরা বুঝে উঠতে পারেনি। চাঞ্চল্যকর পরিস্থিতি কোটা এলাকা জুড়ে।