প্রীতি পোদ্দার, বীরভূম: সময় যত এগিয়ে আসছে ততই রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে বিতর্ক চরম আকার ধারণ করছে। এদিকে রাজ্যে SIR-এর কাজ একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। আর তাতেই উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। একদিকে যেমন বাড়ছে মৃত ভোটারের সংখ্যা, ঠিক অন্যদিকে SIR নিয়ে কারচুপির অভিযোগও উঠে আসছে। এমতাবস্থায় ফের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বিজেপিকে ধুয়ে দিলেন বীরভূম জেলা তৃণমূল কো কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)।
SIR সম্বন্ধীয় কর্মসূচি বীরভূমে
রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ মঙ্গলবার খয়রাশোল ব্লকের পাঁচড়া গ্রাম পঞ্চায়েত এলাকা, রূপুসপুর গ্রাম পঞ্চায়েত এলাকা ও লোকপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় SIR সম্বন্ধীয় কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আর সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। সঙ্গে ছিলেন যুব তৃণমূলের রাজ্য সম্পাদক দেবব্রত সাহা, জেলা পরিষদের সদস্য নারায়ণ হালদার সহ এলাকার তৃণমূল নেতৃত্ব। এদিন এই কর্মসূচিতে অনুব্রত মণ্ডল BLA দের সঙ্গে কথা বলেন। এসেছিলেন অনেক সাধারণ মানুষ। আর সেই ভরা সভায় বিজেপিকে SIR নিয়ে তুলোধোনা করে ছাড়লেন অনুব্রত।
SIR নিয়ে বিজেপিকে কটাক্ষ অনুব্রতর
SIR নিয়ে বিজেপিকে নিশানা করে বীরভূম জেলা তৃণমূল কো কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল জানান, “ আমরা জানি মমতা ব্যানার্জির সঙ্গে এমনি লড়াই করা যায় না। কারণ মমতা ব্যানার্জি একটা উন্নয়নের কান্ডারী। তাই যখন কোন দল লড়াই করতে পারছে না, তাই পরিকল্পনা করে SIR প্রক্রিয়া চালু করল।” এদিন বিরোধীদলের নাম না করে অসমে NRC প্রসঙ্গ টেনে আনলেন। তিনি বলেন, “অসমে SIR এর আদলে NRC করেছিল তাতে ১৯ লক্ষ হিন্দুকে জেলে ভরে রেখেছিল। আর ৫ লক্ষ মুসলমানকে NRC করে জেলে ঢুকিয়েছিল। ভেবেছে বাংলাতেও SIR করলে মমতা ব্যানার্জি জব্দ হবে। ২-৩ কোটি মানুষকে জেলে ভরলেই মমতা ব্যানার্জির সিটটা হাতছাড়া হবে। বোকা কোথাকার, এটা জানা নাই যে পশ্চিমবাংলার মানুষ মমতা ব্যানার্জিকে সরাতে চায় না।”
আরও পড়ুন: কালনার পঞ্চায়েত প্রধান বাংলাদেশি অনুপ্রবেশকারী! বিস্ফোরক অভিযোগ বিজেপির
প্রসঙ্গত, রাজ্যে SIR নিয়ে তৃণমূল এবং বিজেপির বিতর্ক যখন চরম আকার নিয়েছে, সেখানে দাঁড়িয়ে পাল্টা শাসকদলকে এক হাত দিলেন শুভেন্দু অধিকারী। নতুন বছরের শুরুতে রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বিধায়কদের বিরুদ্ধে মানুষের আদালতে চার্জশিট পেশ করবে বিজেপি- এমনই বিস্ফোরক হুঁশিয়ারি দিলেন শুভেন্দু৷ গতকাল অর্থাৎ মঙ্গলবার ৩৫ ফুট হনুমান মূর্তির উদ্বোধনে মালদায় এসে সাংবাদিক বৈঠকে শুভেন্দু এমনই মন্তব্য করেছিলেন। এমনকি এদিন তিনি নবান্নের সভাঘরে আয়োজিত প্রশাসনের উন্নয়নের পাঁচালি নিয়েও কটাক্ষ করেন।