মমতাকে মানহানির নোটিশ শুভেন্দুর, দিলেন ৭২ ঘণ্টা সময়

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর নির্বাচন বাংলায় যত এগিয়ে আসছে, ততই রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ বাড়ছে। এমন অবস্থায় কলকাতায় আই-প্যাকের দফতরে ED অভিযান নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি এলাকা জুড়ে। এমতাবস্থায়, আইপ্যাকে ED-র কয়লা পাচার মামলার তদন্ত ঘিরে করা মন্তব্যকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানহানির আইনি নোটিস পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার তাঁর আইনজীবী সূর্যনীল দাসের মাধ্যমে এই নোটিস পাঠানো হয়েছে বলে এক্স হ্যান্ডেলে জানালেন নন্দীগ্রামের বিধায়ক।

শুভেন্দু এবং অমিত শাহকে কটাক্ষ মমতার

সূত্রের খবর, গত বৃহস্পতিবার, IPAC-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি তল্লাশিকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীকে বেলাগাম আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “ওরা বলছে কয়লার টাকা! কে খায়? অমিত শাহ খায়। গদ্দারের মাধ্যমে টাকা দেওয়া হয়। সাথে আছে জগন্নাথ। পুরীর জগন্নাথ নয়। জগন্নাথের সরকার। ওঁর মাধ্যম দিয়ে টাকা যায় শুভেন্দুর কাছে। তারপর সেই টাকা অমিত শাহের কাছে যায়।” এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দত্তক সন্তান বলেও নিশানা করেছেন। তাই এবার এই বক্তব্যের প্রেক্ষিতেই প্রমাণ চেয়ে চিঠি পাঠালেন শুভেন্দুর আইনজীবী সূর্যনীল দাস।

আরও পড়ুনঃ সোনা, রুপোর দাম নিয়ে খারাপ খবর! আজকের রেট

মমতাকে আইনি নোটিশ শুভেন্দুর

আইনি নোটিসে জানানো হয়েছে, গত ৮ ও ৯ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও মানহানিকর। নোটিসে অভিযোগ, মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে শুভেন্দু অধিকারীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কয়লা কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে দেন। অথচ সেই অভিযোগের সমর্থনে কোনও তথ্য বা প্রমাণ প্রকাশ্যে আনা হয়নি। এমনকিমুখ্যমন্ত্রী দাবি করেছেন তাঁর কাছে নাকি এই অভিযোগের প্রমাণ রয়েছে। সেই প্রেক্ষিতেই নোটিসে ৭২ ঘণ্টার মধ্যে সমস্ত নথি, তথ্য ও প্রমাণ শুভেন্দু অধিকারীর হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁর আইনজীবী। নির্দিষ্ট সময়ের মধ্যে তা না করা হলে দেওয়ানি ও ফৌজদারি, দু’ধরনের মানহানির মামলা করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: শিয়ালদা বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের ঘোষণা রেলের, জানুন রুট ও সময়সূচি

প্রসঙ্গত, IPAC-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি তল্লাশির প্রতিবাদ জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাজপথে নেমেছিলেন। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে টালিগঞ্জ, গড়িয়াহাট, রাসবিহারী হয়ে হাজরায় গিয়ে শেষ হয়েছিল এই মিছিল। সেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছিলেন, “আপনাদের সমর্থন বাংলার মানুষকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাবে। দিল্লির লাঞ্ছনা, বঞ্চনা, অত্যাচার, অপমান, অসম্মান। বাংলার মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে রাস্তাই রাস্তা দেখাবে।”

Leave a Comment